নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

সোনার মেয়ে

১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫০

"সোনার মেয়ে "

ঘন সবুজের মাঝখানে সোনালি ধানক্ষেত,
তার মাঝখানে ছড়ি হাতে খুব খুশিতে আনমনে
দৌড়াচ্ছে সুন্দর মেয়েটি।
পাশ থেকে আনমনে দেখছি আর ভাবছি, আহা!
এমনি একটা বউ যদি আমার হতো।

সাহস করে আগ বাড়িয়ে বলি,
কিগো সোনার মেয়ে এতো খুশি কেনে?
মিন্সে আসবে গো। একটু যেন
আহ্লাদী ভাব। আগে দেখনি? এ পাশ ও পাশ
মাথা নাড়াতেই
আমি তো অবাক, না দেখেই এতো খুশি?

সাহস পেয়ে বলি, তোমার ইচ্ছে যদি হয় জানিও কিন্তু আমায়,
মিন্সে কেমন হয়? আড় চোখে দেখি
লাজুক মুখে হা সূচক সম্মতি। মুগ্ধ আমি কিন্তু কেন?
সেদিন বুঝতে পারিনি।

আকাশ কালো মেঘে, জড়িয়ে সোনার
মেয়ে। কী ব্যাপার? বলতেই জল চোখে বলে,
মিন্সে পঁচা। ভালোবেসে দ্বিতীয় পক্ষ করতে আমায় চায়।
আমি বলি ফ্যালনা নাকি, আমায় তোমার কেমন মনে হয়?
উচ্ছ্বসিত সোনার মেয়ে লাজুক মুখে
ঘোমটা টেনে নেয়।
--------------
Zzz...
17-11-25
বসুন্ধরা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০৬

জিনাত নাজিয়া বলেছেন: thanks.

২| ২৫ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩

সামিয়া বলেছেন: একটু অন্যরকম কবিতায় ভালো লাগা রইল

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

জিনাত নাজিয়া বলেছেন: থ্যাংক ইউ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.