![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হারানোর সুর"
মাঝে মাঝে আমরা নিজের কাছেই নিজে হারিয়ে যাই,
আসলে জন্মের পর থেকেই আমরা হারাতে শিখি,
কখনো স্বপ্ন,কখনো নিজের ইচ্ছেগুলো,
হারাতে হারাতে এমন এক পর্যায়ে পৌঁছে যাই,
যে নিজের কাছ থেকেও একসময় হারিয়ে যাই,
অথচ হারাতে চাইনা কিছুই, তবু্ও হারাতেই হয়।
সময়ের কাছ থেকে, প্রিয় মানুষ গুলোর কাছ থেকে,
প্রতিশ্রুতি থেমে যায় বন্ধুত্বে, অভিমানী ভালবাসারা ঘুরপাক খায়
অবহেলা অনাদরে, কেবল শূন্যতাই বিরামহীন ভাবে
আষ্ঠেপৃষ্টে জড়িয়ে ফেলে আমাদের অবয়ব।
হারিয়ে ফেলি আমরা শৈশব, কৈশোর আর রঙ
মাখানো দুরন্ত সেই আবেগী সময় গুলো।
অতীতের কাছে না পাওয়া, না চাওয়া, না বলা সব কিছু
মিলেমিশে একাকার হয়ে কেমন যেন হারানোর সুরে
আটকে থাকে শূন্যতার স্পর্শ গুলো।
--------------
Z
২৬/ ৭/২৫ ইং
©somewhere in net ltd.