| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াবী রাতে ঘুমঘুম চোখে
আমি ভাবি তোমাকে,
শান্ত সকালে ভোরের পাখিরা
অকারণ শুধু ডাকে।।
আমি.......তোমাকে।
কি বেদনা ভারে
অন্যের ঘরে
কর তুমি বসবাস।
স্মৃতি ঘেরা আমি
দিগন্তে দাঁড়িয়ে
ফেলেছি দীর্ঘশ্বাস।।
কে যেন আমারে...
পাতারা ঝড়ে যায়,
স্মৃতিরা স্পর্শ কাতর।
উচ্ছ্বল জন্মোৎসব থমকে
দাঁড়ায় মৃত্যুর দুয়ারে,
দিন গুনে মাস বছর।
মাঝে কত মান অভিমান,
ভালোবাসা বাসি
ছন্দ পতন।
নূহ্য দেহে থিরথির কাঁপে
হাতের লেখনী, এলোমেলো
শব্দ চয়ন।
তবুও হ্রদয়ের...
©somewhere in net ltd.