নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন মৃত্যু

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০০

পাতারা ঝড়ে যায়,
স্মৃতিরা স্পর্শ কাতর।
উচ্ছ্বল জন্মোৎসব থমকে
দাঁড়ায় মৃত্যুর দুয়ারে,
দিন গুনে মাস বছর।
মাঝে কত মান অভিমান,
ভালোবাসা বাসি
ছন্দ পতন।
নূহ্য দেহে থিরথির কাঁপে
হাতের লেখনী, এলোমেলো
শব্দ চয়ন।
তবুও হ্রদয়ের হার্ডডিস্কে,
ভীড় করে কত শত
গল্প কবিতা।
ধীরে - ধীরে ম্লান হয়ে
যাবে,স্মৃতি ঘেরা সব
স্বপ্ন কথা।
হয়তো-বা কেউ
ভালোবেসে খুঁজে যাবে
তারাদের ভীড়ে।
শাশ্বত আমি গলে পচে
স্থায়ী হব মাটির
গভীরে।


.





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মৃত্যুর দুয়ার জন্মোৎসবের মত উচ্ছল হয় না কারও। কবিতা ভালো লেগেছে। ব্লগে স্বাগতম।

২| ০২ রা মার্চ, ২০২২ রাত ১০:২৮

জিনাত নাজিয়া বলেছেন: সব জন্মই উচ্ছ্বসিত আর আনন্দময়,একসময় সেটা থমকে যায় মৃত্যুর দুয়ারে। মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: জীবনকে ঠিকমত সাজাতে পারলে মৃত্যুক্ষণকেও উৎসবের মত মনে হতে পারে।
কবিতায় কয়েকটা ভুল বানান আছে। আশাকরি, সময় করে সম্পাদনা করে নিয়ে কবিতাটিকে শুদ্ধ করে নেবেন।

৪| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৫

জিনাত নাজিয়া বলেছেন: মৃত্যু কখনো উৎসব করে হয় শুনিনি।আর কোন বানান গুলা ভুল হয়েছে ধরিয়ে দিলে উপকৃত হতাম।
সম্ভবত একটা চন্দ্রবিন্দু মিস করেছি, দুঃখীত। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.