নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" অন্যরকম ভালোবাসা"
আমার ভালোবাসার হ্রদয়
বাগানে আস্তে আস্তে যে
চারাগাছটি অনেক যত্নে
বড় হচ্ছিল, তার ফুল পাতার
মায়াবী স্পর্শ ছুঁতে পারেনি কঠিন মরুভূমির তপ্ত হ্রদয়।
ঝলসে গেছে রাতজাগা সেই মধুর ভালোবাসা, খরতাপ,
ঝলসানো উত্তপ্ত
বালুকাবেলায়।
যেখানে ছিলো না কোনো স্নিগ্ধ চাঁদের মায়াবী আলো, ছিলো না কোনো বৃষ্টির আলতো ছোঁয়া, কদম ফুলের তীব্র ভালো বাসা ও ছুঁতে পারেনি সেই তপ্ত মরুভূমির কঠিন হ্রদয়।
যত্নে গড়া ভালো বাসার নরম
পাপড়ি গুলো আশায় আশায়
কেবলই হোচট খাচ্ছিলো।
হয়তোবা এসে,খুব ভালো বেসে,
ভাসিয়ে দিবে কোন ফুলেল শুভেচ্ছায়।
আলেয়ার মতো শুধু নির্জনে,
এলোমেলো পায়ে, ঘুরেফিরে
একাকী আমি, কেঁদেছি শতবার।
বৃষ্টির ছোঁয়া, জোছনার আলো, শুভ্র সতেজ কদমের নরম স্পর্শ ও গলাতে পারেনি সে কঠিন হ্রদয়, হারিয়ে গেছে অজানার স্রোতে লাল গোলাপের পাপড়ি বারেবার ।
অমর, অক্ষয় যে ফুলেল
ভালোবাসা, তার মূল্য যার কাছে আছে সেইতো মহান।
যার কাছে নাই,সে তো দুর্ভাগা
মূল্যহীন, নিস্প্রভ, নিস্প্রান।
তবে কেন মিছে আশায়,
ছলনাহীন মরিচিকায়
নিজেকে অকারণ বিশর্জন।
নুতন ভাবে বাঁচতে চাই,একাকী ভিজতে চাই ঝিরিঝিরি বৃষ্টির অঝোর ধারায়।
কদমের স্পর্শে নিজেকে
হারাতে চাই অন্যরকম এক
ভালোবাসায়।
--------------
জিনাত নাজিয়া।
©somewhere in net ltd.