নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮

" অভিমান"

হাজার গল্পে থাকিস না তুই,
শুধু একটা গল্পে থাক।
আমার কথা নাইবা রাখলি
তোর কথাটাই রাখ।
খুব গোপনে কান্নাগুলো একলা
যখন তোকেই খোঁজে ফিরে।
আমিও দেখেছি,তুইও দেখেছিস
সেই ধানসিঁড়ি নদীটিরে।

জানি গোপন কথা আর কখনো
বলবিনা তো তুই, আলোর পথে
কথা বলা হয়না এখন, চুপটি
করেই রই। রাতে ফোটা শিউলি তলায় সেই দুষ্টুমিটা,আর
কোথাও নেই।

আজও আমি শেষ বিকেলে
আকাশ দেখি একা, চাঁদনী রাতে
তারার সাথে হয়নি কভু দেখা।
তোর সাথে তো এমনি করেই
গোপন হয়ে রই।

ভাবিস না তুই, তোর-আমার সেই
গোপন গল্প জানবেনা তো কেউ,
সব রঙ শুন্যতায় মুছে গেলেও,
দিনশেষে আমি যেন তোর
সাথেই রই।
--------------
জিনাত নাজিয়া।
১৪/১১/২৪



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ভালো লিখেছেন ।

২| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৮

আজব লিংকন বলেছেন: লেখার শুরুটা বেশ দারুণ হয়েছে। প্রথম চার লাইন ভাল হয়েছে।

৩| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

জটিল ভাই বলেছেন:
শুধু দিন শেষে কেনো?
চেয়েছিলাম সারাজীবন একসাথে রই,
কিন্তু নির্মম পরিহাসে
আমি কই? আর তুই কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.