নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

"মৃতের উৎসব "

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

" মৃতের উৎসব "

সারিবদ্ধ অনাথ ইচ্ছেগুলো
ঘুমিয়ে আছে পলকহীন এক
শূন্যতায়, সভ্যতার জয়ধ্বনির উচ্ছ্বলতায়
লুটিয়ে পরা কোনো এক
গ্লানিকর সন্ধ্যায়।

নগরীর অগনিত সব সভ্য(?) লোক
ছুটছে প্রয়োজনের তাকিদে,
অনভিপ্রেত কোনো স্পর্শে,
কোনো শব্দে জাগবেনা শৌখিন
ইচ্ছেরা আমার, অযাচিত কোন
আঘাত যন্ত্রনায়।

মধ্যরাতে শিয়রের কাছে
তোমাদের সভ্যতার ধৃষ্ট চোখে
ক্ষুধার্ত তর্জনী নিয়ে ছুটে যাবে
নগরীর অগন্য শোক সভায়।

নি:শব্দে স্বাধীনতার লাশগুলো
শুয়ে আছে এখানে- সেখানে,
কিছু পুড়ছে জ্বলন্ত ট্রাকের আগুনে,
সভ্যতা আছড়ে পরছে কিছু
হায়েনার মৃতের উৎসবে।

অসম্ভব ভালোবাসাহীন এসব
হিংস্র প্রেতাত্মাদের সারিবধ্য জীবন্ত
লাশ দেখতে চাইনা স্বাধীনতার
উন্মুক্ত মঞ্চে,অথবা চীর সবুজ
বাংলার মাটিতে, শুধু বুক ভরে
শ্বাস নিতে চাই, এইসব পিশাচ, হিংস্র
লোভহীন স্বাধীন বাংলাদেশে।
-----------
জিনাত নাজিয়া।




মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.