নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজাল মানুষ

ভুল করি। তারপর সরি বলি। তারপর ক'দিন পর আবার সেই ভুল করি।

ভেজাল মানুষ › বিস্তারিত পোস্টঃ

যেখানে আমাদের গিট্টু লেগে যায় :-& :-&

২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:২৯

ধর্ম নিয়ে আমার চুলকানী নাই। আমার বিশ্বাস “ধর্ম যার যার, দেশ সবার’ কিন্তু আজ অবাক না হয়ে পারলাম না।

বিস্তারিত বলছি...

আমাদের অফিসের বাবুর্চী ভালো অফার পেয়ে অন্য জায়গায় চলে যায়! আমার যারা অফিস ডাইনিং এ খাওয়া দাওয়া করি , তারা প্রচন্ড অসুবিধায় পরলাম। কিছু দিন বাহিরে খেলেও , এখন আর পোষাচ্ছে না (রাগী ইমো হবে)।কিছুদিন আগে এক কলিগের ফুড পয়জনিং হওয়ায়... ব্যাপার টা এখন আর অর্থনৈতিক নয় , স্বাস্থ্য নৈতিক (জিব দেখানো ইমো হবে)

মুল কথায় আসি...

বাবুর্চী ঠিক হবে, কিন্তু শর্ত একটাই “কেউ এখন থেকে বাসা/হোটেল হতে দুপুরের খাবার আনতে পারবে না” , এবং ভয়ংকর সু খবর হল “ এডমিন সাহেবদের জন্য একই নিয়ম প্রযোজ্য (খিল-খিল করে একটা হাসি হবে)। সবকিছু ঠিকঠাক , আগামী সপ্তাহে আসছে বাবুর্চী। একজন প্ল্যান দিলো ,সবাই যখন একসাথে খাবে একটা স্ট্যান্ডার মেন্যু ঠিক হোক। রকেট গতি তে মেন্যু ও ঠিক হলো...

২দিন মাছ ( যেহেতু আমরা ভাতে মাছে বাঙ্গালী )
২দিন গোসত
১দিন সবজি
১দিন বিরিয়ানি/তেহেরী/আখনী

মুসলিম কলিগ্ রা আবদার করলো “ সপ্তাহে দাদা বাবুদের যেহেতু একদিন উপোষ থাকে ঐদিন আমরা গরুর গোশত খেতে পারি” । কথাটা বলা হয়েছে মাত্র, আর সাথে সাথে আসাদগঞ্জের মাটিতে অবস্থিত “(কোম্পানীর নাম বলা ঠিক হবে না)” শ্রী(লঙ্কা) হয়ে গেল!!!

“কি গরুর গোসত খাবে” !!
“কি অনাচার”
“এটা তো মুখে আনা ও পাপ”
“যে পাতিলে ঐ গোশত রান্না হবে , ঐ পাতিলে মাছ-সবজী রান্না হবে ... না এ হতে পারে না, আমি খাব না “

পরে কি হল বুঝতেই পারছেন... “হ্যাঁ , আমার অফিসে এখন ও বাবুর্চীর পোষ্ট খালি। সবাই যে যার মত বাসা হতে এনে /হোটেল গিয়ে দুপুরের খাবার খাই। কিছুদিন আগে হট্টগোলকারী একজনের সাথে একসাথে খেতে গিয়েছিলাম। পরিবেশন করার সাথে সাথে ঊঁনি খেতে শুরু করলেন, একবারের জন্য বয় কে জিঞ্জেস করলেন না “আচ্ছা, এই প্লেটে আগে যে খেয়েছে ও হিন্দু ছিল না মুসলমান না খ্রিষ্টান” “গরুর গোশত খেয়েছে না অন্যকিছু”। সেদিন উনি মাছ খেয়েছেন আর আমি উনার সামনে বসে গরুর গোশত!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৪০

ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর উদাহারণ ।

২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৫০

ভেজাল মানুষ বলেছেন: মন্তব্য র জন্য অনেক ধইন্যা পারা :) @ব্লগার মাসুদ

২| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৭

রানার ব্লগ বলেছেন: আমি ধর্ম বিদ্বেষী নই কিন্তু হিন্দু ধর্মে গোরুর মাংস খাওয়া পাপ এটা কোন হিন্দু ভাই বা বোন দেখাতে পারবে কি না আমার সন্দেহ আছে। কোলকাতার অনেক হিন্দুরাই এখন গোরুর মাংস খান (ওদের কোন এক পুরানে আছে , তারা দেবতা কে খুশি করার জন্য গোরু বলী দিয়েছিল সোনা কথা সত্য মিথ্যা জানি না )

২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

ভেজাল মানুষ বলেছেন: আমি অনেক হিন্দু ভাইয়ের কাছে এই ব্যাপারে জানতে চাইছি, কেউ পরিষ্কার করে কিছু বলতে পারে নাই :(

মন্তব্য র জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.