নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজাল মানুষ

ভুল করি। তারপর সরি বলি। তারপর ক'দিন পর আবার সেই ভুল করি।

ভেজাল মানুষ › বিস্তারিত পোস্টঃ

এক আবুলের গল্প ( বেকার ভাইজান রা দূরে থাকুন )

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

ঘটনা ০১

বড় কর্তা চোখ লাল করিয়া জিগায় “ কি কত্তে আসেন অ্যাঁফিসে ?? “

উত্তরে টগবকে যুবক আবুল কয় “ আমি ১০.০০ অফিস আসি ; স্টক চেক করি ; অর্ডার চেক করি ; এএসএম দের সাথে কথা বলি ; অর্ডার ফাইনাল করি ; ডেইলি টার্গেট & এচিভমেন্ট মনিটর এন্ড রিপোর্টিং ; পার্টি লেজার ম্যানটেইন ; ২.০০ লাঞ্চ ; evening time নতুন সফটওয়্যার ডাটা ইনপুট ; ৭.০০ বাসায় যাই ”

বড় কর্তা “ হম... এভাবে হলে তো হবে না; আরও উন্নতি করতে হবে “


ঘটনা ০২

বড় কর্তা চোখ (এবার এক্টু কম)লাল করিয়া জিগায় “ কি কত্তে আসেন অ্যাঁফিসে ?? “

উত্তরে ৬০ উর্ধো ম্যানেজার হাত কচলাইতে কচলাইতে কয় “ আমি ৯.৩০ অফিস আসি , ১.০০ লাঞ্চ খায় ; ৬.০০ বাসায় যাই “

বড় কর্তা “ আহা , অনেক কাজ করেন ; এইবার সবচেয়ে বেশি ইনক্রিমেন্ট আপনার হইবে”।


পাদটীকা ঃ ইহা এক আবুলের গল্প নয় , ইহা হাজার হাজার আবুলের গল্প ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাতের রেখা না মুছিতে পারিলে কিসের চাকর ;)

যে আবুলের উহাতে সিদ্ধ হস্ত তাহাদের একটার জায়গায় ২টা ইনক্রিমেন্ট লাগে!
আর স্পষ্টবাদী আবুলদের ন্যায্য একটাও কেটে দেয়!

আবার তিনারাই দেশের ভাল কল্যান ব্লা ব্লা নিয়া বহুত লম্বা চাপাবাজি করে! শেইম অন দোজ এডমিনিসট্রেটর X((

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

ভেজাল মানুষ বলেছেন: এক্কারে হাচা কথা :(

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

ভেজাল মানুষ বলেছেন: :( :(

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

কবির ইয়াহু বলেছেন: চলবে....

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

ভেজাল মানুষ বলেছেন: হম ... চলবে :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.