নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসের ব্যস্ত সময় বয়ে যাচ্ছে সময়ের নিয়মে শ্যামল সবুজ বাংলার বহতা নদীর মত। সময়ের সাথে জীবনের অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু যার গেছে সেই জানে কিভাবে গেছে। আমি অন্তঃস্থল থেকে উপলব্ধি করি আমার আমিত্বকে, আমার জীবনে যাকে না পেলে পুরো জীবনটা অসমাপ্ত রয়ে যেত যা.

জিসান সালীম

জিসান সালীম › বিস্তারিত পোস্টঃ

একটি অন্যায় শত অন্যায়ের জন্ম দেয়,প্রতিটি অন্যায় এবং মিথ্যা একেকটি বিষধর সাপ--এটি শুধুমাত্র ধর্মের আপ্তবাক্য নয়, এটি প্রাকৃতিক সত্য এবং সত্য।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

একটি অন্যায় শত অন্যায়ের জন্ম দেয়,প্রতিটি অন্যায় এবং মিথ্যা একেকটি বিষধর সাপ--এটি শুধুমাত্র ধর্মের আপ্তবাক্য নয়, এটি প্রাকৃতিক সত্য এবং সত্য।মিলিয়ে দেখুন নিজের জীবনের সাথে।মিথ্যা সাময়িক আনন্দ দেয়,কিন্তু অনন্ত জীবনে শুধুই বয়ে আনে কষ্টের এক নির্মমতা। একটি সমাজে যখন মিথ্যা চলতে থাকে অন্য সচেতন মানুষগুলো সেই মিথ্যাকে সহ্য করে বা মদদ দেয়, তখন বিন্দু বিন্দু করে সঞ্চিত মিথ্যা সিন্ধু হয়ে দাড়ায়, এ সময় তার পরিণতি আসুরিক রূপ নিয়ে সমাজের সবাইকে গ্রাস করে। ভালো মন্দ আর বাছবিচার করে না।

প্রতিটি মিথ্যা একেকটি বিষধর সাপ, তাকে দুধ কলা দিয়ে যতই প্রতিপালন করা হোক, একটা সময় সে তার প্রভুকেও ছোবল দিতে ছাড়ে না। হয় আজ নয় কাল।

বর্তমানে আমাদের সমাজটা হাজারো বিপর্যয়ের ধাক্কায় টালমাটাল। আমরা মিথ্যাকেই জীবন বানিয়ে নিয়েছি। সর্বত্র মিথ্যা, সর্বত্র অন্যায়। স্বার্থচিন্তায় মগ্ন থেকে, নিজেদের ব্যক্তিজীবনকে কেন্দ্র বানিয়ে আবর্তিত হওয়ার পরিণাম, শক্তিমানের যাবতীয় অন্যায় সহ্য করার, সোচ্চার প্রতিবাদ না করার পরিণতি আমরা ভোগ করে যাচ্ছি।

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ।আমাকে,আপনাকে এবং সবাইকে।কারন সবাই যে চুপ করে আছি !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

তট রেখা বলেছেন: এখন ব্যাপারটা এমন হয়েছে, যারা বলে, তারা জানে মিথ্যা বলছে। যারা শুনে তারাও জানে যে, মিথ্যা শুনছে। যারা বলে তারা জানে, যারা শুনছে, তারা জানে তারা মিথ্যা শুনছে । কিন্তু বক্তা ও শ্রোতা এমন ভাব করছে, যাতে মনে হয়, পৃথিবীতে এর চেয়ে বড় কোনো সত্যি নেই। লিখনির ক্ষেত্রেও ব্যাপারটি সমান ভাবে প্রযোজ্য।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

বিপরীত বাক বলেছেন: বাস্তব তো তা বলে না।
মিথ্যেবাদিতা য় যে পটু সেই সামাজিক, পারিবারিক, ধার্মিক সব ক্ষেত্রে উচু স্থানে আসীন। আশেপাশে তাই দেখি।
আপনার কথা তত্ত্বীয়।। মানে কিতাবের কথা।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

জিসান সালীম বলেছেন: জীবনে যা কিছু শিখেছেন, বা শিখছেন সবই কিতাবের, তাই কিতাবকে অনুসরণ করেই যতটুকু চলা যায় তাই চলা উচিত আমাদের সবাইর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.