নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগ দিয়ে তো আর ইতিহাস লেখা যায় না । ইতিহাস লেখা হয় facts দিয়ে । জাল মুক্তিযুদ্ধা, জাল শহীদ যে আছে এটাতো আজ প্রতিষ্ঠিত সত্য ।
সাম্প্রতিক কালে সরকারি ছত্রছায়ায় জাল রাজাকার তৈরী করতেও দেখলাম ।
আমরা জানি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তিন লাখ ৭৬ হাজার পরিবারের তালিকা আছে। বাকি ২৭ লাখ কোথায়? ২৭ লাখ তো সহজ ব্যাপার না। সুতরাং গলার জোরে কথা না বলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ করে সংখ্যা যদি ৩০ লাখের জায়গায় ৬০ লাখ হয় হলো- অসুবিধা কী? আর ৩০ লাখ না হয়ে যদি তিন লাখ হয়, তাতেই আমার সমস্যাটা কী? দেশটা তো স্বাধীন হয়েছে। ১০ টাকার বিনিময়ে দেশ স্বাধীন হোক আর ৩০ লাখের বিনিময়ই হোক দেশ তো স্বাধীন হয়েছে। এটা তো বিতর্কের বিষয়বস্তু না । এই প্রশ্ন উঠেছিল ১৯৯১ সালে। পালার্মেন্ট সদস্য প্রয়াত আরেক মুক্তি যোদ্ধা কর্নেল আকবর হোসেন প্রশ্নটা উত্থাপন করেছিলেন।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
প্রবাসী পাঠক বলেছেন: ৩ লাখ ৭৬ হাজার পরিবারের লিস্ট থাকলে আর ২৭ লাখ পরিবারের লিস্ট কি জন্য লাগবে? ৩০ লাখ পূরণ করার জন্য!!
৩ লাখ ৭৬ হাজার পরিবারের কি একজন করেই মারা গিয়েছিল নাকি? ১৯৭১ এ অধিকাংশ জয়েন্ট ফ্যামিলি ছিল। তালিকাভুক্ত পরিবারের কয় জন করে নিহত হয়েছিল? আহাম্মকি এট হিস বেষ্ট।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
নতুন বলেছেন: ৩০ লাখ সংখ্যাটা একটা প্রতীকি সংখ্যা এটা সবাই জানে...
এই আদমশুমারী করে. মাথা গুনে গুনে পাওয়া সংখ্যা না...
১৯৭১ সালে যুদ্ধে লাখো মানুষ শহীদ হয়েছিলো.... বঙ্গবন্ধু ৩০ লক্ষ শহীদের কথা বলেছেন আমরা সবাই সেই সংখ্যাকেই উল্লেখ করি...
এখন বঙ্গবন্ধুকে ভুল প্রমান করতেই এই বিতকে`র অবতারনা.... আর কিছুই না।
যারা ৩০ লক্ষ নিয়ে প্রশ্ন করে তাদের আসলেই শহীদের সংখ্যা নিয়ে কিছুই জায়আসেনা।
একটা কথা মনে রাখবেন...
One Murder is One Murder Too many, One Rape is One Rape Too many.....
এইটা নিয়ে যারা বিতক` করে তারা আমাদের মুক্তিযুদ্ধেকে সম্মান করেনা।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০
আবু শাকিল বলেছেন: নতুন দার সাথে সহমত।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
কলাবাগান১ বলেছেন: যারা ৩০ লক্ষ নিয়ে প্রশ্ন করে তাদের আসলেই শহীদের সংখ্যা নিয়ে কিছুই জায়আসেনা।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫
ইএম সেলিম আহমেদ বলেছেন: শহীদদের সংখ্যা নিয়ে এতোদিন কেন কথা উঠেনি? এখন কেন উঠছে? এতোদিন এসব বুদ্ধিজীবিরা কোথায় ছিলেন শুনি?
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
জিসান সালীম বলেছেন: আমি বলবো ৪০ লক্ষ শহীদ, ৫ লক্ষ মা বোনের ইজ্জত , যদি না মানিস তোরা , তাহলে তোরা রাজাকার আর ভুয়া মুক্তিযোদ্ধা।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
শাহবাগী কন্যা বলেছেন: একুশে পদক: জনাব এটিএম শামসুজ্জামানকে যেন না দেয় হয়।তার পরও দেয়া হয়েছে। আবার প্রমানিত যে, একাত্তরের ঘাতক ও রাজাকারগণ যদি বর্তমানে আওয়ামীলীগে থাকেন বা সমর্থক হন, তাহলে একটি অদৃশ্য প্রক্রিয়ায় তারা মুক্তিযোদ্ধায় পরিণত হয়ে যান।
ওয়াক থু ভুয়া মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকার কেও ..
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
জিসান সালীম বলেছেন: ভুয়া ................‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল, - আমাদের মুক্তিযুদ্ধকে ইন্দো-পাক যুদ্ধ বলার পরেও ইন্ডিয়ান এম্ব্যাসি ঘেরাও করা হলো না কেনো? ভুয়া ...............
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
ফ্যাক্ট দিয়েই ইতিহাস লেখা হয়েছে, তবে পাকীদের ছানাপুনারা তা বুঝবে না