![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে এ এক নতুন জিনিস চোখে পড়ল। যায়গাটা উত্তর বাড্ডা। আমি এই মাসে ঐদিকে বাসা নিয়েছি। এতদিন বোনের বাসায় ছিলাম। আমার স্রী এখনও ঢাকায় আসেনি। বাসার কোনাকাটা গোছগাছ করার জন্য প্রায়দিন ঐদিকে যাচ্ছি তো আজকে একটু সকালের দিকে যাচ্ছিলাম। রাস্তার একপাশে থেকে আল্লাহু আল্লাহু শব্দ আসছে কিন্তু শব্দটা কানে একটু অন্যরকম লাগছে। কাছাকাছি আসার পর হাসব না কাঁদবো বুঝছিনা। দেখি এক ভিক্ষুক মুখে মাস্ক পরা (সম্ভবত বাক প্রতিবন্ধি) রাস্তার উপর শুয়ে আছে। তারপাশে ছোট্ট একটা রেকর্ডার আর সেখান থেকেই আসছে আল্লাহু আল্লাহু শব্দটা।
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
খান সাব বলেছেন: না ভাই। হাতে ব্যাগ ছিল তাই সুযোগ হয়নি।
২| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি সেদিন এটা মসজিদে দেখেছি।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫২
মার্কোপলো বলেছেন:
আমার মনে হয়, আমি দেখেছি কয়েকদিন আগে; তবে, সেদিন টেপ ছিলো না, ছিল শুধু ছোট ওয়্যারলেস; মনে হয় আগেরটা ভালো ধরণা ছিল।
টাকা দিয়েছিলেন তো?