![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ। আর আমার পরিচয় আমি একজন বাংলাদেশি!!
আমাদের বাংলাদেশের মানুষেরা মুখে দেশপ্রেম দেখাই।
কাজে তাদের কোন মিল নেই।
কেনোনা,কিছু জিনিস লক্ষ করলেই পরিলক্ষিত হই ভারতীয় উপমহাদেশের ইন্ডিয়া,পাকিস্তান আর বাংলাদেশের মানুষ কথি কথাই দেশপ্রেম দেখাই।
তাদের ভেতর যদি কিঞ্চিৎ পরিমানেও নিজ মাতৃভূমির প্রতি টান থাকতো তাহলে গতকালের মতো ঘটনা ঘটতনা।
মসজিদ শান্তির স্থান,আল্লাহর ঘর।
এখানে জামাত শিবির যা করল আগুন জালিয়ে যেখানে মুসল্লীগন নামায পড়ে সেই চাটাই দিয়ে,তা কি দেশপ্রেম??
ছাত্রলীগের ছেলেরা যে বিশববিদয়ালয়ে শিক্ষকদের গায়ে হাত তোলে এগুলোইকি দেশপ্রেম??
সহীদ মিনারে ফুল দিতে গিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘাত কি দেশপ্রেম??
আমরা বাঙ্গালী জাতী কথাই দেশপ্রেম দেখাতে পারি।
কাজে না।
হরতাল দিয়ে দেশপ্রেম হইনা।
দেশের ব্যবসা বাণীজয়ে,শিল্প,শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
দেশ তোমাদের বাপের না!
পৃথিবীর অন্যান্য জাতী আজ ঘরে বসে তামাশা দেখছে।
তারা আজ উন্নত কানোনা তারাই আসল দেশপ্রেমিক।
তারা দেশের চিন্তা করে সঙ্ঘাতের রাজনীতি করে না।
দেশের চিন্তা করে দেশের উন্নতির স্বার্থে মিলে মিশে কাজ করে যা আমাদের জন্যে অসম্ভব!!!!!
©somewhere in net ltd.