নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইর মুহাম্মদ ওমরের বাংলা ব্লগ

জুবাইর মুহাম্মদ

আমি একজন অতি সাধারণ মানুষ। আর আমার পরিচয় আমি একজন বাংলাদেশি!!

জুবাইর মুহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের সুখ দীর্ঘস্থায়ী দুঃখ !

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ভার্সিটি থেকে আসছি!

বাসে ছিলাম।বাসের জানালা দিয়ে দেখছি মানুষের কাজ কারবার।কেও রিক্সার চাকাই পাম্প দিতেসে।

কেও আবার তার বাচ্চা দুইটা ঝগড়া করছে বলে শাসন করছে।

আবার কেও খুশিমনে বন্ধুর সাথে সাথে আড্ডা দিচ্ছে।।।

... কোন বাবা তার বাচ্চাকে নিয়ে ঘুরছে আনন্দের সাথে!!

কিন্তু হঠাত করেই রাস্তার অপর পাশ থেকে বাতাসের বেগে ভেসে আসলো ৫টি শব্দ!!

ধুম !! ধুম !! ধুম !! ধুম !! ধুম !!

কিছুক্ষন পর বাতাসে ভেসে আসলো কান্নার শব্দ।।

দাও দাও করে জলছে একটি বাস।।

সকল সুখের সময় দুঃসময়ে পরিনত হলো এই এক মুহূর্তেই।। ঝলসে গেলো মানুষ গুলো।।

এভাবেই প্রতিনিয়ত হঠাত করে ফাটছে পেট্রোল বোমা আর ককটেইল আর ঝলসে যাচ্ছে মানুষ!

সুখ আসছে ক্ষণিকের জন্যে যা মুহূর্তেই দুঃখে পরিনত হচ্ছে সারাজীবনের জন্য!!



বিঃদ্রঃ কাল্পনিক ছিলো কথা গুলো।মন থেকে লিখা তবে বাস্তবে অহরহ ঘটছে এসব!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.