নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইর মুহাম্মদ ওমরের বাংলা ব্লগ

জুবাইর মুহাম্মদ

আমি একজন অতি সাধারণ মানুষ। আর আমার পরিচয় আমি একজন বাংলাদেশি!!

জুবাইর মুহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমা

০৭ ই জুন, ২০১৪ রাত ২:২৬

আমরা এখন বাংলা সিনেমা দেখি না । কারন বাংলা সিনেমা নাকি বাজে হয়ে গিয়েছে , হ্যাঁ তাই তো কিন্তু বাংলা সিনেমা খারাপ হওয়ার পেছনে তো অনেক কিছু জরিত তাই না ? যেমন ধরুন স্ক্রীন তারপর গল্প ,ডাইলগ, ইত্যাদি ইত্যাদি আসল বেপার হল এখন কার কয়জন ডিরেক্টর সিনেমা নিয়ে পরেছেন বা গবেষণা করছেন ? সবাই ফারুকি ভাই হতে পারে না । ১৯৯০ সাল পর্যন্ত আমাদের সিনেমা মান অনেক দেশ এর সিনেমা থেকে ভাল ছিল কিন্তু কি হল এখন ? অনেক ডিরেক্টর শিখার প্রয়োজন মনে করে না টাকা আর রাজনৈতিক ক্ষমতা হলেই চলে যার ফলশ্রুতি তে বাংলা সিনেমা প্রায় অবস্থা খারাপ । আর আমরাও এই মান খারাপ এর পেছনে কোন আক্ষেপ নেই আর হলেও যাওয়া হয় না । হলে গিয়ে যারা ভাল ডিরেক্টর আছে তাদের ছবি দেখা উচিত যাতে তারা বাচতে পারে এই খারাপ দের ভেতর আর বাংলাদেশ এ মেধা ছিল আর থাকবে কিন্তু আভাবে চলতে থাকলে মেধা মূল্যায়ন হবে না । দেশ তো আমাদের এফ ,ডি ,সি ও আমাদের । আমরা ভাল দেখতে চাইলেই অনেক এ ভাল দেখাবে কিন্তু হলে যেতে হবে। আর বলিউড এর অসুস্থ গান নাচ ছাড়া আমার মনে হয় আমাদের বিনোদন হওয়া সম্ভব ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৭

দুঃখ বিলাস বলেছেন: সবারই সচেতন হবার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.