![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসএসসিতে জিপিএ ৫ এর ইতিহাস
========================
২০০১ সালে পায় ৭৬ জন,
২০০২ সালে পায় ৩২৭ জন,
২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন ,
২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন,
২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,
২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪জন,
২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,
২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,
২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,
২০১০ সালে ৫২ হাজার ১৩৪ জন,
২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন
২০১২ সালে ৮২ হাজার ২১২ জন,
২০১৩ সালে ৯১ হাজার ২২৬ জন,
২০১৪ সাল ১ লক্ষ ৪২হাজার ২৭৬জন।
আর কয়েক দিন পরে স্কুলের টূল টেবিল সব A+ পাবে । তখন কি হবে ।
কয়েক বছর আগে পত্রিকায় পড়েছিলাম A+ পাওয়া ছাত্র দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ৫৫% ছাত্র ইংলিশে ফেল করেছে । জানি না এদের ভবিষ্যৎ কি আছে ।
না জানি ভবিষ্যতে স্কুলের শিক্ষক, কেরানী, পিয়ন সবাই A+ ধারী হয়ে যায় । আল্লাহ্ আমাদের হেফাজত করুক ।
©somewhere in net ltd.