নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ পথের পথিক

সহজ পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

░░▓▓ হায়াতের জিন্দেগীতে আমাদের জীবনের সত্যিকার লক্ষ্য বা উদ্দেশ্য কি ░░▓▓

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৪


যদি মনে করি দুনিয়ার জিন্দেগী (খাওয়া, বাসস্থান, পোশাক সহ নানা দুনিয়াবী কাজ) আমাদের সত্যিকার লক্ষ্য তাহলে জেনে রাখুন হাইওয়ান বা জীবজন্তু এক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে

যদি আমার লক্ষ্য হয় সুন্দর পোশাক পরা, তাহলে জেনে রাখুন জীবজন্তুর পোশাক আমাদের চাইতে আরো বেশি সুন্দর, টেকসই। কারণ আমার পোশাকতো পুরান হয়, ছিড়ে যায়, রং নষ্ট হয়ে যায় কিন্তু জীবজন্তুর (বাঘ, হরিণ, সাপ, পাখি, ময়ুর, বিচ্ছু, জেব্রা, জিরাপ ইত্যাদি) পোশাক কখনোই নষ্ট হয় না। হাইওয়ান বা জীবজন্তুর পোশাক কখনোই বৃষ্টিতে রোদে রং নষ্ট হয় না, ধুয়ে না দিলে ময়লা হয় না, পুরনো হয় না। বরং তাদের গায়ের চামড়া দিয়ে আমাদের জন্য আরামদায়ক পোশাক তৈরি করে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা জীবজন্তু থেকে অনেক পিছিয়ে।

যদি আমার লক্ষ্য হয় ভাল সুন্দর ঘরবাড়ি বানিয়ে থাকা, তাহলে পশুপাখির ঘর আমার ঘরের চেয়ে বেশি সুন্দর, আরামদায়ক ও নিরাপদ। আমার চেয়ে বাবুই পাখি আরো বেশি সুন্দর করে ঘর বানিয়ে থাকে। অনেক পাখি গাছে গর্ত বানিয়ে থাকে। আর পশুপাখি তাদের ঘর বানাতে কারো সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু আমাকে আরো ১০ জনের সাহায্য নিয়ে ঘর বানাতে হয়। ঘর বানানোর আগে অর্থের জন্য আরো কত গাধার মত পরিশ্রম করা লাগে। কিন্তু পশুপাখির এগুলো লাগেনা। পশুপাথি আরো আরাম করে থাকে, ডাকাতির চিন্তা না্ই, সিসি ক্যামেরা লাগেনা, গরমে ঘর ঠান্ডা করার জন্য আর ঠান্ডার দিনে ঘর গরম করার জন্য কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা লাগেনা। কিন্তু আমার ঘরে এসব ব্যবস্থা গ্রহণ করতে হয়। তারপরও নিজের ঘরের মধ্যে থেকেও দুশ্চিন্তায় কাটানো লাগে।
তাহলে এক্ষেত্রে আমরা পশুপাখি থেকে অনেক অসহায়।

যদি আমার লক্ষ্য হয় খাওয়া-দাওয়া, তাহলে খোজ নিয়ে দেখুন জীবজন্তু আমার চেয়ে আরো বেশি খায়। আর রসুলতো বলেছেন, মুশরিক বা মুনাফিকের খাবারের চাহিদা মুমিনের চাইতে সাতগুণ বেশি খায়। কারণ খাবার বেশি খাওয়া এটা প্রকৃত মুমিন/মানুষের জন্য সম্মানের কিছু না, বেশিতো খায় জীবজন্তুরা। জীবনে যে ফল আমি দেখি নাই, আল্লাহ সুবহানতায়ালা পশুপাখিকে সেরকম ফল খাওয়াচ্ছেন। পাখিরা যেখানে যেগাছে খুশি সেখানে গিয়ে সব খেতে পারছে। কাচা-পাকা উভয়টাই খেতে পারে। পশুপাখিদের জন্য হালাল হারামের কোন অবকাশ নাই। যা ইচ্ছা তাই খেতে পারছে। কিন্তু আমার জন্য সব জায়েজ না। আমাকে দেখে বুঝে খেতে হয়। তাহলে খাওয়া-দাওয়ায় পশুপাখি আমাদের চাইতে অনেক বেশি খাদক।

তো বিভিন্ন প্রকার জীবজন্তু বিভিন্ন বিষয়ের উপর আমাদের হায়াতে জীন্দেগীর অনেক বিষয়ের চাইতে অনেক বেশি এগিয়ে, সৌখিন, সুন্দর, বিজ্ঞ। ঘ্রাণ, ইন্দ্রিয়, দৃষ্টি, শব্দ শক্তি এরকম অনেক বিষয়ে তারা আমাদের চাইতে বেশি বিজ্ঞ।

তাহলে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কি সেটা আমরা নিজেরা ঠিক করবনা। কারণ আমরা করলে ভুল করব। আমাকে যে আল্লাহ/স্রষ্টা বানিয়েছেন, সেই স্রষ্টাই আমার জীবনের উদ্দেশ্য/লক্ষ্য ঠিক করবেন। আর তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন, আল্লাহর গোলামী বা বন্দেগী/এবাদত করাই হল মানুষের মূল উদ্দেশ্য। আমাকে যেহেতু আল্লাহ সুবহানতায়ালা সব প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণীর মর্যাদা দিয়েছেন তাই আমাদের উদ্দেশ্যও থাকবে শ্রেষ্ঠ। আর মালিকের গোলামী/এবাদত করা হল একজন বান্দার জন্য সর্বোৎকৃষ্ট গোলামী। মালিকের বন্দেগী না করলে বান্দা হওয়া যায় না।

তাহলে খাবার, পোশাক, ঘুমানো, বাজার করা, আরাম আয়েশ আরো অন্যান্য কাজ ইত্যাদি এগুলো কি করবনা !! হ্যা অবশ্যই করব। কিন্তু এগুলো হল আমার জীবনের প্রয়োজন। আমার খালিক এর গোলামী করতে গেলে এগুলো জরুরত বা প্রয়োজন হিসেবে নিয়ে করব। কিন্তু কোনটাকেই জীবনের উদ্দেশ্য বানাব না। কিন্তু এখন বাস্তব দুনিয়া উল্টো। আমরা প্রয়োজন কে বানিয়ে নিয়েছি উদ্দেশ্য আর উদ্দেশ্য বা আল্লাহর এবাদত করা কে বানিয়ে নিয়েছি সময় সুযোগ মত করব।

তাই আল্লাহ সুবহানতায়ালা বলেছেন, আমি জাহান্নাম কে ভরে দিব বহু মানব ও দানব দিয়ে। যাদের কলব ছিল, কিন্তু তারা বুঝে নাই। তাদের কদর তারা বুঝে নাই। চোখ ছিল দেখে নাই, কান ছিল শুনে নাই। কারণ তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য নিয়ে চলে নাই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

ময়না বঙ্গাল বলেছেন: ভাই আপনার লেখা দেখে আপনাকে অনুভব করছি। আপনার সহচার্য পেতে চাই। ০১৫৫৬৪৬৫৯৭৩ আমার নাম্বার । আপনার নাম্বারটা লিখে দিয়েন প্লিজ। আপনার সাথে মত চিন্তা বিনিময় করতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.