নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ পথের পথিক

সহজ পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) এর বীরত্ব

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৬

হযরত আলী ইবনে আবি তালেব (রা.) বলেন,
আমার জানা মতে প্রত্যেকেই গোপনে হিজরত করিয়াছেন।
একমাত্র হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) ই এমন ব্যক্তি যিনি প্রকাশ্যে হিজরত করিয়াছেন।
তিনি যখন হিজরত করার ইচ্ছা করিলেন তখন নিজের তলোয়ার গলায় বাঁধিলেন এবং ধনুক কাঁধে ঝুলাইয়া লইলেন
এবং (তীরদান হইতে) কয়েকটি তীর হাতে লইয়া বাইতুল্লাহর নিকট আসিলেন। কুরাইশের কতিপয় সর্দার সেখানে বসিয়াছিল।
হযরত ওমর (রা.) বাইতুল্লাহর সাত চক্কর তওয়াফ করিয়া মাকামে ইবরাহীমের নিকট আসিয়া দুই রাকাত নামায আদায় করিলেন।
অত:পর মুশরিকদের এক একটি মজলিসের নিকট যাইয়া বলিলেন, এই সমস্ত চেহারা অপদস্ত হউক! যে ব্যক্তি চায় যে, তাহার মা পুত্রহারা হউক, তাহার সন্তানগণ এতীম হউক আর তাহার স্ত্রী বিধবা হউক সে যেন এই ময়দানের অপর পার্শ্বে আসিয়া আমার সহিত সাক্ষাৎ করে। (অত:পর তিনি সেখান হইতে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হইলেন।) তাহাদের একজনও তাহার পিছু লইতে সাহস পায় নাই।
(মুন্তাখাবুল কানয)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: বীরই বটে। পোষ্টের জন্য ধন্যবাদ

২| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বীর চেতনার অনুসারীরা আজ কতই না কাপুরুষ!!!!

মূল থেকে বহু দূরে সরে গিযে ফেরকায় বিভক্ত হয়ে একে অন্রের রক্থের হোলি খেলতে পাগল!!!!!!!!!!!!!

হায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.