নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ পথের পথিক

সহজ পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

হযরত আলী ইবনে আবি তালেব (রা.) এর বীরত্ব

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪


"হযরত জাবের (রা.) বলেন, ওহুদের যুদ্ধের দিন হযরত আলী (রা.) হযরত ফাতেমা (রা.) এর নিকট আসিয়া এই কবিতা আবৃত্তি করিলেন-
অর্থ:- হে ফাতেমা! এই দোষত্রুটি মুক্ত তলোয়ার লও (অর্থাৎ শত্রুনিধনে এই তলোয়ার কোনরুপ ত্রুটি করে নাই) আর না আমি ভয়ে প্রকম্পিত হইয়াছি আর না আমি হীন কামীনা।
অর্থ:- আমার জীবনের কসম, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে এই সেই রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জনে আমি পূর্ণ চেষ্টা করিয়াছি যিনি বান্দাদের অবস্থা সম্পর্কে খুব ভালভাবে জানেন।
(ইহা শুনিয়া) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, তুমি যদি উত্তমরুপে যুদ্ধ করিয়া থাক তবে সাহল ইবনে হুনাইফ ও ইবনে সিম্মাহও অতি উত্তমরুপে যুদ্ধ করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক সাহাবীর নামও উল্লেখ করিয়াছেন যাহার নাম বর্ণনাকারী মুআল্লাহ (রহ.) ভুলিয়া গিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদের পরিপ্রেক্ষিতে হযরত জিবরাঈল আলাইহিস সালাম আসিয়া আরজ করিলেন, হে মুহাম্মাদ, আপনার পিতার কসম, সমবেদনা প্রকাশের ইহাই উপযুক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, হে জিবরাঈল, আলী আমা হইতে। হযরত জিবরাঈল আলাইহিস সালাম আরজ করিলেন, আর আমি আপনাদের উভয় হইতে। (বাযযার)
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, ওহুদের যুদ্ধের দিন হযরত আলী (রা.) হযরত ফাতেমা (রা.) এর নিকট যাইয়া বলিলেন, দোষত্রুটি মুক্ত এই তলোয়ার লও। (অর্থাৎ শত্রুনিধনে এই তলোয়ার কোনরুপ দোষত্রুটি করে নাই।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, তুমি যদি উত্তমরুপে যুদ্ধ করিয়া থাক তবে সাহল ইবনে হুনাইফ ও আবু দুজানা সিমাক ইবনে খারাশাহও উত্তমরুপে যুদ্ধ করিয়াছে। (তাবারনী)
"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.