![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
কাদের মোল্লার যে রায় হয়েছে তাতে মোটামুটি গন বিক্ষোভ শুরু হয়েছে । সবাই সরকারের মন্ডুপাত শুরু করেছে । কিন্তু আমি একটা জিনিষ ভেবে পাচ্ছি না, রায়ের ব্যাপারে সরকারের কি করার আছে? রায়তো দিয়েছে আদালত বিচারক ।
কয়েকজন সরকারকে গণপিটুনী দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন । আমার কথা গণপিটুনী যদি কাউকে দিতেই হয় তা হলে তা তদন্তকারী কর্মকর্তা ও সরকার পক্ষের উকিলদের দেওয়া উচিত ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
ভাবছি বসে একা বলেছেন: এই বিতর্কিত রায় শুনার জন্য পুরো দেশ গত ৪২ বছর ধরে অপেক্ষা করেছে!!! আওয়ামী লীগ আর পোষ্য ট্রাইবুনাল থেকে আর কি আশা করবে জনগন। সব শালা ভূয়া।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
অরন্যযাত্রী বলেছেন: আপনাকে খাঁটি হাম্বালীগের দলের মনে হচ্ছে
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
মুহাই বলেছেন: বালপোস্ট না দিয়া বাল গুণেন ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
জহিরুলহকবাপি বলেছেন: ভাই আমারে গালি দিলেন! আমার ভাবনারতো ভুল হতেই পারে । কিন্তু আমাকে বুঝান এখানে সরকারের কি করার আছে ।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
স্বপ্নবাদী বলেছেন: মিয়া, ত্রিবুনাল নিয়া কি কম নাটক করছে?? এখন রায় নিয়া নাটক করতেছে?? আওয়ামী ফাজলামির অবসান চাই।।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
তিক্তভাষী বলেছেন: পরোক্ষভাবে বিচারক আর প্রত্যক্ষভাবে তদন্তকারী কর্মকর্তা, সরকার পক্ষের উকিল - সবাইকে নিয়োগ দিয়েছে সরকার। জেনে বুঝেই দিয়েছে নিশ্চয়!! পুরো বিষয়টা একটা নাটক!!!
আপনি আওয়ামী স্বর্গের একজন বাসিন্দা বলে মনে হচ্ছে!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
দুরন্ত ইসলাম বলেছেন:
আজকের যায় তো দেখলেন।