নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

১১ ফেব্রুয়ারী, সোমবার, বিকাল ৫.১৫ থেকে ঝাড়ু মিছিল.......... ঝাড়ু মিছিল..........

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

ঝাড়ু মিছিল..........

-----------------------------------

আগামী ১১ ফেব্রুয়ারী, সোমবার, বিকাল ৫.১৫ থেকে শাহবাগস্থ প্রজম্ম স্কয়ারে (পিজের নিচে ঔষধের দোকানগুলোর সামানে) অনুষ্ঠিত হবে ঝাড়ু মিছিল । মিছিল চলবে অনির্দিষ্ট সময় পর্যন্ত । রাজাকার, ধর্মব্যাবসায়ী ও তাদের দোসরদের বিরুদ্ধে চলবে এ ঝাড়ু মিছিল ও ঝাড়ু প্রদর্শণ ।

আপনি আসছেনতো একটা ভাঙ্গা ঝাড়ু হাতে বা ঝাড়ু ছাড়াই ?



আপনি ঢাকা না থাকলেই বা কি? আপনার এলাকায় করুন । কেউ না আসলে ২ বন্ধু মিলে প্রতিকী হলেও করুন । শুরু করুন দেখবেন আরও অনেকেই যোগ দিচ্ছে । যারা যারা করছেন সম্ভব হয়ে আমার ইনবক্সে জানিয়ে দেবেন ।



আজ ৯ তারিখ শাহবাগে ৬৮০০ মোমবাতি প্রজ্জলন , একই সাথে ৩৪টি জেলার ৪৭টি স্থানে একই সাথে হয়েছে । এ কাজে সফলতার পিছে ফেবু দেশ ও সত্য প্রেমিদের অবদান কম নয় । এবারও নিশ্চয় হবে ।



এবারও নিশ্চয় ৯তারিখের মত আমরা প্রমাণ করবো আমরা এক-এক .

রাজাকারদের ফাসি চাই ।

জামাত শিবির নিষিদ্ধ কর ।

(শেয়ার দিয়ে অন্যকে উদ্বদ্ধ করুন, শেয়ার শেয়ার শেয়ার দিন । )

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: ঝাড়ুর সাথে স্যান্ডেল ও থাকুক +++++++

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

জুন বলেছেন: ঝাড়ু নিয়ে আছি সাথে ১১ তারিখ

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

খেক খেক বলেছেন: ঝাড়ুর সাথে স্যান্ডেল ও থাকুক +++++++

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

স্পাইসিস্পাই001 বলেছেন: অপূর্ন বলেছেন: ঝাড়ুর সাথে স্যান্ডেল ও থাকুক +++++++

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

mrikadey বলেছেন: যারা শাহবাগ যেতে পারছেন না, তাদের জন্য------

ফেসবুকে ছাগুদের পেইজ/গ্রুপগুলোকে রিপোর্ট করুন,ভার্চুয়াল যুদ্ধ অব্যাহত রাখুন---

link----http://www.somewhereinblog.net/blog/opurnoRayhan/29767156

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

শতাব্দী রায় বলেছেন: রাজাকারের বাচ্চারা সবখানে তান্ডব চালানোর চেষ্টা করছে। যখনি দেখবেন উল্টপাল্টা কথা লিখছে সাথে সাথে রিপোর্ট করুন- কারণ হিসাবে শুধু লিখবেন "রাজাকার"

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

সাইদুল ইসলাম ডুয়েট বলেছেন: িশিবেরর জয় একিদন হেবই । ইনশা আললাহ ! Click This Link

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

জহিরুলহকবাপি বলেছেন: ভাই চোখ মেলে একটু কোরান পড়ুন ।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

ফ্যাট পান্ডা বলেছেন: সকল টিভি চ্যানেল ও পেপার এর উচিৎ জামাতি প্রতিষ্ঠানের এড প্রকাশ না করা।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

পেলব চক্রবর্তী বলেছেন: ঝাড়ুর সাথে স্যান্ডেল ও থাকুক +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.