নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

সাবধান কুকুরেরা ছুটে আসছে!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

শাহবাগের প্রজম্ম চত্বর থেকে গতকাল কারা যেন - ক তে কুত্তা, ক তে কাদের মোল্লা/ রাজাকারের বাচ্চা- কুত্তার বাচ্চা গালি দেওয়ার দেয় । শাহবাগের আশেপাশে কুকুরদের মাধ্যমে এ খবর দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়েছে । এরই ফলশ্রুতিতে সারা দেশের কুকুর সমাজ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ঢাকার দিকে ছুটে আসছে তাদের প্রতি অবিচার ও তাদেরকে অপমান করার প্রদিবাদে । তাদের কথা - রাজাকারদের “কুত্তার বাচ্চা” গালি দেওয়াতে তাদের ভয়ানক অপমান হয়েছে । তারা এর বিচার চায় ।

এ ছাড়াও বরিশাল জেলার মুলাদী থানার চর লক্ষীপুরের কুকুরে বাচ্চারা মূর্ত ত্যাগ আপাতত বন্ধ রেখেছে । তারা গলায় “ রাজাকার/শিবিরের মূখে মুতুম” -এ জাতীয় অসভ্য বাক্য লিখা প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরছে (অনন্ত রাসেল নামের আমার বন্ধু প্রমাণ স্বরুপ একটি ছবি তুলে দিয়েছে ।)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সতর্ক খুজাখুজি চলছে ।

তবে বিশেষ একটি সূত্রে জানা গেছে জামাত-শিবির এ সব কুত্তার বাচ্চার ভয়ে বাথরুমে লুকিয়ে আছে । একজনকে দেখা গেছে কাচা বাথরুমের নিচে দাড়িয়ে (কোমর সমান গু’র ভিতর) রাতের খাবার খেতে । আলো সল্পতার কারণে ছবিটি তোলা যায়নি ।

রাসেল আশংেকা করছে - “ ঘাস খামুনা-জামাত শিবির খামু” “চাইল খাবোনা- জামাত শিবির খাবো” কাডল পাতা খামুনা- জামাত শিবির খাইয়া দেশের আবর্জণঅ কমামু” এ জাতীয় প্ল্যাকার্ড স্ব-ইচ্ছায় গলায় ঝুলিয়ে গরু,মুরগী,ছাগল ইত্যাদি প্রাণীরা ঘুরতে পারে ।

আপনার বন্ধুদের জন্য রির্পোটটি শেয়ার দিন । দেখুন দেশের অন্য কোথাও এমন ঘটেছে কিনা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.