![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বাংলাদেশের সব চেয়ে বড় ঈদের জামাত হয় শোলাকিয়া, কিশোরগজ্ঞ । এ নিয়ে মেশিনম্যান সাঈদী/ নিজামী/ মুজাহীদদের মনে খেদ ছিল । কারণ এত বড় জমায়েতের ঈমান যদি তাদের দলের কেউ হতে পারতো , তাহলে তাদের ধর্ম ব্যাবসা ভালো চলতো । যেহেতু তারা সেটা দখল করতে পারেনি, তাই তাদের ভাষায় - ইহা সহী ইসলাম নহে ।
যাকগে, শাহবাগ প্রজম্ম চত্বরে এসছিলেন দেশ বিদেশে স্বীকৃত আলেম বিখ্যাত শোলাকীয়ার ঈমাম সাহেব । তিনি জামাত-শিবির নামক পথভ্রষ্ঠ ধর্ম ব্যাবসায়ীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে বলেন , সচেতন থাকতে বলেন । সাদামাটা এই ঈমাম সাহেব - আন্দোলনকারীদের জন্য দু’হাত তুলে দোয়া করেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা কামনা করেন ।
যারা এখনও অন্ধকারে আছেন জামায়-ই-ইসলামীকে ধার্মিক ভেবে তাদের চোখে আলো দেওয়ার জন্য সকলকে পোষ্টটিশেয়ার দিতে অনুরোধ করছি ।
Click This Link
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: সুদ্ধ ইসলামী
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
খুব সাধারন একজন বলেছেন: সাব্বাশ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
কর্কশ বলেছেন: ভাই ভূল বললেন। শোলাকিয়া'র ঈদ জামাতের ইমাম সাহেব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ একজন চরম আ'লীগ ঘেষা মাওলানা, উনি আ'লীগ হাই কমাণ্ডের নির্দেশে জায়গায় জায়গায় 'মওদূদীবাদীদের স্বরূপ' শীর্ষক সেমিনার করে বেড়াচ্ছেন গত ক'বছর ধরে। এবং শোলাকিয়া'র ঈদ জামাতের ইমামতির দায়িত্ব প্রতিবছর নির্ধারিত হয় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক রাজনৈতিক বিবেচনায়। সুতরাং এই ভণ্ড মাওলানার ফতোয়ায় দেশের মানুষ বিভ্রান্ত হবে না।