নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া আজ একজন নষ্ট ও নাস্তিকের মৃত্যতে শোকবার্তা পাঠালেন?!! রুহের মাগফেরাত কামনা করলেন?!!!!

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

আমার মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, কেউ যদি উত্তর জানেন, জানাইয়েন প্লিজ)

প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুতে বেগম জিয়া শোক বার্তা দিয়েছেন, রুহএর মাগফেরাত কামনা করেছেন ।

জিল্লুর রহমানের বর্ণ্যাঢ ও সংগ্রামী জীবন নিয়ে বলার কিছু নাই । ধার্মিক এ মানুষটি ছিলেন প্রগতশীল, দেশপ্রেমিক, দূরদর্শী । জিবীত থাকাকালীণ তিনি ছিলেন শাহবাগ আন্দোলনের পক্ষে । অফিসিয়াল প্রোটোকল বা অন্য কারণে শাহবাগে শারিরীক ভাবে না আসতে পারলেও নিশ্চয় এসেছেন মনে মনে । আমি এটা বললাম তার ফেলে আসা সংগ্রাম ও রাজনিতীর ইতিহাস হিসাব করে ।

তাহলে তিনিও তো ছিলেন নাস্তিক ও নষ্ট- বেগম জিয়ার ভাষ্য অণুযায়ী ।

প্যাচটা খাইছে এই খানেই, বেগম জিয়া কিছু দিন আগেই (একান্তই তার নিজস্ব ধর্ম ব্যাখা থেকে) নাস্তিক ও নষ্টদের বিচার চাইলেন, ঘৃণা জানালেন । তাইলে প্রশ্ন আসে বেগম জিয়া আজ একজন নষ্ট ও নাস্তিকের মৃত্যতে শোকবার্তা পাঠালেন?!! রুহের মাগফেরাত কামনা করলেন?!!!!

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

নিরব বাংলাদেশী বলেছেন: আমাদের প্রত্যেকের পেটেই ভাই অনেক প্যাচ, সব হাগু ভর্তি, এগুলার প্যাচ খুলতে যাওয়া বা এগুলা নিয়ে আলোচনা করাটা কি বুদ্ধিমানের কাজের মধ্যে পরে?? কিছু ভাল জিনিস শেয়ার করলাম সময় হলে পড়ে দেখবেন

Click This Link

Click This Link

Click This Link

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫

মরুবিজয় বলেছেন: মরনের আগে আস্তিক হতে চায় যারা তাদের জন্য বিএনপি একটা সার্টিফিকেট হাওয়া ভবন থেকে বিনা মুল্যে সংগ্রহ করার জন্য সকলকে অনুরোধ করেছেন
X((

৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯

পথের পাঁচ . .. বলেছেন: সব কিছু নিয়ে ঠাট্টা না করলে বুজি আপনাদের পেটের ভাত হজম হয় না ???

৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কি এক প্রশ্ন করলেন!!!!! সব "বাদি দের" প্যান্ট যে নগদে ভিজে গেলো!! =p~ =p~ =p~

৭০ বার পঠিত আর মন্তব্য না থাকাই এর প্রমান ;) ;)

৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: খালেদা জিয়ার কথা আর বলার কি দরকার ! এরকম নোংরা মহিলার কথা শুনতে চাই না।

৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

বিডি আইডল বলেছেন: তিনি বিশিষ্ট ২৩ জন খুনীকে মাফ করে দিয়ে যে উদারতা দেখিয়েছেন উনার নাম এমনিতেই বাংলার বুকে তামাক্ষরে লিখিত থাকবে

৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২

কাজী মামুনহোসেন বলেছেন: আসেন সব ভেদাভেদ ভুলে যাই, আসেন সব সময় ঠাট্টা না করে কিছু সময় সিরিয়স থাকি !!!!

আসেন এই পুস্ট টা একবার পড়ি

আসেন আমরা আরেক বার মহান হই

Click This Link


(পড়ার পর মাজেজা বুঝবেন)

৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

একজন ঘূণপোকা বলেছেন: বিডি আইডল বলেছেন: তিনি বিশিষ্ট ২৩ জন খুনীকে মাফ করে দিয়ে যে উদারতা দেখিয়েছেন উনার নাম এমনিতেই বাংলার বুকে তামাক্ষরে লিখিত থাকবে

৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: ভাই আমরা চাইছিলাম মৃত্যু ব্যক্তিকে নিয়ে না ঘাটানোর জন্য,



কিন্তু আপনেরা তো মানুষ না আওয়ামি লীগ ভুলেই গেছিলাম

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

জহিরুলহকবাপি বলেছেন: হা হা হা । এখানে মৃত ব্যাক্তিকে নিয়ে কথা হচ্ছে কই । মূল বক্তব্য জিবীত একজনকে নিয়ে ।
এসব কথা না কইয়া উত্তর দেন ভাইজান । আমি ভুলটা করলাম কই

১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

তিক্তভাষী বলেছেন: একজন মৃত ব্যক্তির প্রতি বিদ্বেষ দেখানোর শিক্ষা না থাকার কারনে বেগম জিয়া একাজ করে থাকতে পারেন।

১১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

দমকল৮৬ বলেছেন: বেগম জিয়া রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সম্মানে শোকবানি দিয়েছেন ।
তার সম্মানে আগামিকালের হরতাল প্রত্যাহার করেছেন ।

আর আপনি এই ধরনের একটা পোস্ট দিয়েছেন ।

কিছু হাম্বা আবার বাতাস দেয়া কমেন্ট করতেছেন ।

যে সৌজন্যবোধ এইটপাশ এক মহিলার বিবেক থেকে বের হয়েছে তার সামনে নিজেকে একেবারে ছ্যাঁচড়া প্রমান করে দিলেন ।

এই পোস্ট দেয়া এবং এতে চুলকানি মুলক কমেন্ট যেসব ব্লগার করেছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে থাপড়াইয়া গেলাম ।

এরা মানুষ না , এরা হাম্বা লীগ

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

জহিরুলহকবাপি বলেছেন: িবীথ অবস্থায় নষ্ট কইবেন আর মৃত্যুর পর নষ্ট আর নাস্তিকের জন্য শোক করবেন ধর্ম কি এ কথা বলে ? নাকি তার কথার গুরুত্ব রইলো

১২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

কাজী মামুনহোসেন বলেছেন: হে হে হে গুরুত্বপূর্ণ মন্তব্য, একজন ঘূণপোকা বাইরে অবিলম্বে জাতীয় আস্তিক ঘোষনা করা হইক .....

১৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: হে হে হে গুরুত্বপূর্ণ মন্তব্য, একজন অবিলম্বে দমকল৮৬ রে থাপড়াইয়া খাম্বা আস্তিক ঘোষনা করা হইক .....

১৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

বিডি আমিনুর বলেছেন: এই পোস্ট দেখলে বুঝা যায় মানুষ এবং আওয়ামীলীগের মধ্য কত পার্থক্য ।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

জহিরুলহকবাপি বলেছেন: গুড ।
অামি কিন্তু উত্তর পাইলাম না । আপনি কি বুঝছেন সেটা আপনার ব্যাপার । উত্তর দেন যে প্রশ্নটা করছি

১৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

কালো যাদু বলেছেন: আবাল দেখছি কিতু এই রকম এক্সট্রা ওরডিনারী আবাল দেখি নাই

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

জহিরুলহকবাপি বলেছেন: খালেদা জিয়ার মত ? নাহ ! তিনি তা না । কোন কু বুদ্ধিতে যে উনি রাজনিতী ছেড়ে ধর্মীয় নেতা হইতে চাচ্ছেন বুঝতেছি না

১৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

নেক্সাস বলেছেন: আওয়ামিলীগ চিরদিনই হাম্বালীগ।

এদের চরিত্র কোনদিন ঠিক হবেনা

১৭| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

রূপসা ০০৭ বলেছেন: জনাব জহিরুল হক বাপি, আপনার চিন্তা চেতনা সর্বক্ষণ ঘুরপাক খায় আস্তিক নাস্তিক নিয়ে রাষ্ট্র পরিচালনায় এসব কথার কোন অর্থ নেই। আপনার জানা উচিত সংবিধানে ধর্ম নিরপেক্ষ কথাটি লেখা রয়েছে। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সকলেরই রাষ্ট্রপতি। মৌদুদী দর্শনে যারা বিশ্বাস করে তারা প্রতিনিয়ত মানুষের ধর্ম বিশ্বাস নিয়ে টানাটানি করে। অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থায় মৌদুদি দর্শন একটা ফেতনা সৃষ্টিকারী মতবাদ। মানুষের মৃত্যুর পর তার কোন জাত থাকেনা। বেগম খালেদা জিয়ার শোক বানীকে আপনি কটাক্ষ দৃষ্টিতে মন্দের দৃষ্টিতে দেখেছেন। মানবতা বোধ থেকে থাকলে এমন মন্তব্য কাম্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.