![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বাশ কিন্তু ধরতে জানি ..................
হেফাজতীরা যে আসলে জামাত আবারও তা প্রমাণ করলো ।
ইসলাম ধর্ম জামাতের ক্ষমতায় যাওয়ার অস্ত্র মাত্র । ১৯৪০ দশকের দিকে সি.আই.এর বদ্ধ ঘরে জামাত-এর জম্ম । ইসলাম বারবার বলেছে শান্তির কথা সম্প্রিতির কথা । ইসলামের ইতিহাস ঘাটলে এমন নজীর কম নয় । মহানবী (সঃ)-এর উপর যারা শারিরীক নির্যাতন করেছে নবী তাদেরকে অভিশাপ না দিয়ে বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন ।
কিন্তু হেফাজতীদের দেখছিতো পুরাই উল্টা , এক্কেবারে জামাতের মতই ।
হেফজতে ইসলাম নামক দলটি খুলনার সমাবেশের জন্যে স্থান হিসাবে খুলনার "ডাকবাংলোর মোড়" স্থানটি বরাদ্দ পেলেও গত ১৮ তারিখ পর্যন্ত তারা খুলনার সকল স্থানে যেসব পোষ্টার সেঁটেছে সবটাতেই তারা দাবী করেছে তাদের সমাবেশের স্থান "বাবরি চত্তর" যেটি আসলে শিবববাড়ীর মোড়ের গণজাগরণ মঞ্চের অবস্থান।
তারা পায়ে পা বাধিয়ে খুনাখুনির জন্য প্রস্তুত হয়ে আছে ।
আগামীকাল খুলনায় যদি একজনও মরে, কাল যদি একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের রক্ত ঝরে মাননীয় আওয়ামী লীগ আপনারা তার জন্য দায়ী থাকবেন । আপনাদের অনেক নোংরামী সহ্য করছি । বাশ কিন্তু ধরতে জানি ..................
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
সত্য কথা বলি বলেছেন: হেফাজতে ইসলামের লংমার্চের দিন কারা হরতাল দিয়েছিল ? কারা হেফাজতে ইসলামের শাপলা চত্তরের স্টেজ দখল করার ঘোষনা দিয়েছিল ? এখন আসছেন শান্তিবাদী (!) সাজতে ? এদেশের তৌহীদী জনতা শুধু ফুঁ দিলে আটলান্টিকের এ পাড়ে জায়গা হবেনা।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
এই আমি সেই আমি বলেছেন: গণজাগরণ মঞ্চ এতদিন ধরে শাহবাগে আন্দোলন করছে কোন অশান্তির সৃষ্টি হয় নাই , কোথায় কোন প্যানিক সৃষ্টি হয় নাই । আর হেফাজতে ইসলাম একদিন শাপলা চত্বরে আসল ঢাকা তথা সারা বাংলাদেশ আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ল । মঞ্চে এবং মঞ্চের বাইরে ওদের যে আস্ফালন ,রক্ত চক্ষু বের করে বক্তৃতার যে মহড়া দেখলাম , শান্তির ধর্ম ইসলামের সাথে এটা কতটুকু খাপ খায় ? শশ্রুমণ্ডিত সফেদ পাঞ্জাবী পরিহিত বাপ চাচাদের দেখলে মনের অজান্তেই সালামের জন্য হাত উপরে উঠে আসত , আর বর্তমানে টিভিতে ওদের মুখ ভঙ্গি , অঙ্গভঙ্গি দেখে বাচ্চারা আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ে ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
আমি ছড়াকার বলেছেন: tar age ko chittagong e jagoron moncher somabesh protirodh korar humki disilo karare shala natkir po sottobadi rajakarer baccha...khankir polara shob borbor bodmaiser dol dari tupir niche....amra musolman na khali toravmusolman hoisot...musolmaner certificate dibar tui kon chater bal authorityre beta...
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
সত্য কথা বলি বলেছেন: @আমি ছড়াকারঃ আর কে রাজাকারের সন্তান তা বলার আপনি কেগো মিস্টার ! লেখায় প্রমাণ হয়ে গেছে আপনার পরিচয় !
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
জাতির চাচা বলেছেন: ব্লগের ইউক্লিডগণ প্রমান করে ফেলেছেন হেফাজত=জামাত।আর শাহবাগী = বাকশালী এটা প্রমান করা লাগবে না এটা স্বতঃসিদ্ধ।