নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একছন মিয়ার চিঠি ....মওদুদ মিয়া কি ফাইজলামী করেন ?

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

মওদুদ সাব এ দেশের অনেক কিছুই ছিলেন । প্রায় সবগুলো দলেই তিনি পদ ধুলি দিয়া জাতিকে সৌভাগ্যবান করেছেন ! !! এতকিছুর পরও তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবও হইতে পারেন নাই । এমনকি এখন যখন বিএনপির সব নেতা জেলে তখনও মওদুদ সাবরে দলীয় আনঅফিসিয়াল মুখপাত্র বানান নাই বেগম জিয়া । দুদুর মত লোকাল (কিন্তু কিছুটা পরিচিত) নেতারে তিনি ডেকে মুখপ্রাত্রের আসনে বসাইছেন তবুও মওদুদ সাবরে ডাকেন নাই । কেন ডাকেন নাই ?!

আমার আসল প্রসঙ্গ এইটা না। বাঙ্গালীতো তাই একটু বেশী কথা কই । তয় খুব বেশী না । এখন যাই আসল প্রসঙ্গে ।

মওদুদ সাব কইলেন - সাভারের ক্ষতিগ্রস্তদের ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরন দেওয়া হবে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে । খুবই ভালো উদ্যোগ । তয় দুইটা কথা...

১) বর্তমান অবস্থায় সাভার ভিকটিমদের যে যা পারছে তেমন সাহায্য করেছেন । হত দরিদ্র একজন বৃদ্ধকে দেখলাম এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট স্যালাইন, এক বোতল পানি নিয়ে সলজ্জ মূখে সাহায্য করতে এসেছেন । (বৃদ্ধ লোকটি হত দরিদ্র কিন্তু আত্নিক ভাবে এত মানবিক, উদার, দায়িত্ববান পৃথিবীর আর কোন দেশে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে) । মওদুদ সাব সাভার ভিকটিমদের জন্য এ মুহুর্তে কি কি দিয়েছেন জানার বড় খায়েশ হইল ।



২) বিএনপি আমলে ভুরি ভুরি লঞ্চ ডুবির কথা আমাদের অল্প অল্প মনে আছে । ভোলায় কোকো লঞ্চ ডুবে মারা গেছিল ১৫০+ মেঘনায় মারা গেছিলিএক লঞ্চ ডুবিতেই প্রায় ৭০০-এর অধিক, । তখন আপনাদের দলীয় লোক এবং নৌ পরিবহন মন্ত্রী আকবর সাব ঘোষনা দিছিলেন সবাইরে একখানা কইরা ছাগল দেওয়ার (কোন রং-এর ছাগল দিবেন তা বলেন নাই) । আর তিনি যখন মেঘনার দুর্ঘটনা কবলিত এলাকায় যান তখন স্বজনের লাশের জন্য অপেক্ষমান মানুষদের উপর লাঠি চার্যের ঘটনা আমরা দেখেছি । আমার প্রশ্ন হইল তখনকার সময় মাত্র একটা ছাগল আর এখন ২০ লাখ টাকা?!! তখন যদি আপনারা ৫ লাখ করেও দিতেন , আজ বিশ্বাস করতে পারতাম আপনারা ক্ষমতায় গেলে ২০ লাখ টাকা করে দিবেন । মিয়া ফাইজলামী করেন ? মৃত মানুষ নিয়াও রাজনিতী ?!

আর মওদুদ সাবরে ফাকে দিয়া আরও এখখান কথা কই , আপনার জেলায় জেলায় গণতন্ত্র মঞ্চ গেঠনের কতদূর কি হইলো ?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

মিলনমেলা... বলেছেন: বিএনপি ক্ষমতায় গেলে সাভারে নিহতদের প্রত্যেককে দেয়া হবে ২০ লাখ টাকা : মউদুদ

কিন্তু বান্দির পুতরা যখন ক্ষমতায় ছিল আসলেই কি দিছিলো ক্ষতিগ্রস্তদের ?
মনে আছে, ২০০৩ সালে কোকোর মালিকানাধীন 'লঞ্চ এমভি কোকো-৪' ভোলার লালমোহনের মেঘনায় যখন ডুবে যায় ৭৭ জন যাত্রী মৃত্যুবরন করেছিল তখন কয় লক্ষ টাকা জানি জুটছে তাদের কপালে !!ছাগল ছাড়া তো আর কিছুই দিতে দেখলাম না। একটা বাল ও খসেছিল কোকোর, বলবেন বিএনপির কেউ আমায় ??

২০০৫ সালে যখন সাভার জামগড়ার বিএনপি নেতার মালিকানাধীন স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৮১ জনের সলিল সমাধি হয় গুম হয় কয়েক হাজার
তখন কয় লক্ষ টাকা দিছে বিএনপি ? না গার্মেন্টস মালিক রে এক ঘন্টার জন্য হইলেও গ্রেপ্তার করছে ??

শালা মউদুদ, দূরে গিয়া ছাগলের দুদু খা।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

জাহাঙ্গীর জান বলেছেন: উনার মতো সুবিধা ভুগি নেতা দ্বিতীয়টা আছে বলে আমার জানা নেই উনার এলাকার পাবলিক উনাকে পছন্দ করে না অন্যের কৃপায় সংসদের ছবিদেখতে পারছে । আর দাল্লা ভাব উনার মতো লোকই করতে পারে ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

শিরোনাম বলেছেন: জাহাঙ্গীর জান বলেছেন: উনার মতো সুবিধা ভুগি নেতা দ্বিতীয়টা আছে বলে আমার জানা নেই উনার এলাকার পাবলিক উনাকে পছন্দ করে না অন্যের কৃপায় সংসদের ছবিদেখতে পারছে । আর দাল্লা ভাব উনার মতো লোকই করতে পারে ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

এসএমফারুক৮৮ বলেছেন: রাজনৈতিক পল্টি খাওয়া লোক,বারবার পল্টি খায়, আর উল্টাপাল্টা কথা বলে।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

এই আমি সেই আমি বলেছেন: গত টার্মে যখন ক্ষমতায় ছিল তখন ক্ষতি গ্রস্তদের একটা করে ছাগল দিছে আর এখন বিএনপি ক্ষমতায় আসলে ২০ লক্ষ করে টাকা দিবে ।

মওদুদ , এম কে আনোয়ার , হান্নান শাহ , বদরুদ্দোজা ,কাদের সিদ্দিকি,বাবু নগরী এদের বক্তব্য সন্ত্রাস ম খা আলমগিরের ন্যায় নিন্দনীয় ।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

জহিরুলহকবাপি বলেছেন: নারে ভাই মখা এক্সক্লুসিভ । .....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.