![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বি এন পি শাসনামলে স্পেকর্টাম গার্মেন্টসে হতাহতর সংখ্যা কত কেউ জানে না । মতান্তরে ১০০০-এর বেশী । যদিও সরকারী ঘোষনায় ছিল ৮৫ । বিচার দূরে থাক কেউ গ্রেপতারও হয় নি । তাজরীনের অবস্থা নিয়ে আলোচনা করার কিছুই নাই । আর সাভারতো চলছে । গার্মেন্টসে যারা কাজ করে তারা আজ আর শ্রমিক নয় কৃতদাস । যদি প্রথম থেকেই অপরাধীদের বিচার শুরু হতো তাহলে সাভার ট্রাজেডী ঘটার সম্ভবনা কমে যেত অনেক ।
সাভার ট্রাজেডীর মূল হোতাদের বিচারের সাথে সাথে রানা প্লাজার স্থানে সৃম্তি সৌধ ও বি জি এম ই-এ ভবনের স্থানে ঘৃণা স্তম্ভ নির্মাণ করার দাবী জানাচ্ছি ।
আমরা যাতে সহজে ভুলে না যাই সাভার ট্রাজেডীও , যেমন করে আমরা সহজে ভুলে গিয়েছিলাম স্পেকর্টাম, তাজরীন ফ্যাশন ও এমন অন্যান্য ঘটনা ।
দাবীর প্রতি সমর্থন থাকলে পোষ্টটি ** শেয়ার ** দিয়ে দাবীর পক্ষে জনমত তৈরী করুন ।
©somewhere in net ltd.