নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একছন মিয়ার চিঠি... হে.ফি (হে=হেলিক্পটার, ফি=শফি) কি ইয়াজিদেরই অনুসারী?

০৩ রা মে, ২০১৩ রাত ২:০৪

মহানবী (সঃ)- এর প্রিয় দৌহিত্রকে ফোরাতের পাড়ে অবরোধ করে রাখছিল ইয়াজিদ । হে.ফি (হে=হেলিক্পটার, ফি=শফি) কি ইয়াজিদেরই অনুসারী? তা না হইলে ৫ তারিখ আমাগোরে অবরোধ করার ঘোষনা দিব কেন ? ঢাকায় বাস করা প্রায় ২ কোটি মানুষ কি অপরাধ করছে যে অবরোধ কইরা রাখতে হইবো?

ইয়াজিদ বান্দর এমন করছিল ক্ষমতার লাইগা । শফি থুক্ক হে.ফি মিয়াও হেইডাই চায় ।

ইয়াজিদ-২০১৩ ওরফে হে.ফি সাবরা তাগো চেলা চামুন্ডাগোরে কইছে ৫ তারিখ শক্ত লাডি লইয়া ঢাকার রাস্তায় আওনের লাইগা ।

হেইদিন কিন্তু এরা লুটপাটও চালাইতে পারে । হেলিক্পটারের খরচতো কম না । ঢাকার মানুষের সম্পদ বিনষ্ট করতে পারে, রাস্তায় যে কোন কারণে হোক জরূরী রোগী নিয়ে, হোক কোন মহিলা ডাক্তার পাইলে মাইর দিতে পারে, দেওয়ার সম্ভবনাই বেশী ।

হেইদিন কি আপনি ঘরে বইসা আঙ্গুল চুষবেন । মনে রাইখেন ৫ তারিখ যদি হেরা ঘটনা ঘটাইতে পারে তাইলে ৬ তারিখে আপনার ঘরে ঢুইকা দাড়ি না রাখার অজুহাতে আপনারই আঙ্গুল আপনেরই পিছন দিয়া হান্দাইয়া দিব । বাচবেন না ভাই সব, ভাই সব । অহন আপনেই ঠিক করেন আপনে কি করবেন । সাহস দিবার জন্য একটা নিউজ দিলাম - ৩/৫/২০১৩ তারিখে হে.ফি সাবরা আহালে সূন্না ভাইজানগো ডরে সভা স্থগিত করছে । ঐখানে সভা করবো আহালে সূন্নার সদস্য, সমর্থকরা ।

আপনে কি করবেন ৫ তারিখ ?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ রাত ২:১৯

ছািব্বর বলেছেন: যেমনি কুকুর তেমনি মুগুর । হিফাযতিদের কুকুরের মত তাড়াইতে হইবে।

০৩ রা মে, ২০১৩ রাত ২:৪১

জহিরুলহকবাপি বলেছেন: ইনশাল্লাহ................
জয় বাংলা ।

২| ০৩ রা মে, ২০১৩ রাত ৩:৩৬

পুংটা বলেছেন: বাঙালী চোা খাইতে পছন্দ করে। তয় এইবারের দোাটা বড় পেইনফুল হইবো।

মনে রাইখো... মারা পাছা ডাজন্ট কাম ব্যাক ফ্রম হাইকোর্ট। :-&

৩| ০৩ রা মে, ২০১৩ ভোর ৪:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: মহানবী (সঃ)- এর প্রিয় দৌহিত্রকে ফোরাতের পাড়ে অবরোধ করে রাখছিল ইয়াজিদ । হে.ফি (হে=হেলিক্পটার, ফি=শফি) কি ইয়াজিদেরই অনুসারী? তা না হইলে ৫ তারিখ আমাগোরে অবরোধ করার ঘোষনা দিব কেন ? ঢাকায় বাস করা প্রায় ২ কোটি মানুষ কি অপরাধ করছে যে অবরোধ কইরা রাখতে হইবো?
ইয়াজিদ বান্দর এমন করছিল ক্ষমতার লাইগা । শফি থুক্ক হে.ফি মিয়াও হেইডাই চায় ।


চরমস....

৪| ০৩ রা মে, ২০১৩ ভোর ৪:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: :P :P :D :D =p~ =p~

৫| ০৩ রা মে, ২০১৩ ভোর ৪:০৫

এই আমি সেই আমি বলেছেন: শশ্রুমণ্ডিত সফেদ পাঞ্জাবী পরিহিত পাড়ার মুরুব্বিদের দেখলে মনের অজান্তেই সালামের জন্য হাত উপরে উঠে আসত , আর বর্তমানে টিভিতে ওদের মুখ ভঙ্গি , অঙ্গভঙ্গি দেখে ্তা পেটা করতে ইচ্ছে করে।

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০৮

জহিরুলহকবাপি বলেছেন: আমারতো মনে হয় ঐগুলারে দেখলেই পুলাপাইন ডরাইতো যদি না প্রশ্নের উত্তর দিতে ম্যা ম্যা করতো । এখন পুলাপাইন ওদের ডরায় না কারণ তারা জানে ম্যা ম্যা ডাক ছাড়ে ছাগল ।

৬| ০৩ রা মে, ২০১৩ ভোর ৪:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: এসব ব্যাবসায়ীদের প্রতিহত করতে, সরকারকে আগায়া আসা উচিৎ।

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১০

জহিরুলহকবাপি বলেছেন: ভাই সরকার আমরাই বানাই । তারপর মীফঝ হইয়া যায় । সরকার নিজে যদি এদের সাথে ব্যাবসা শুরু করে, তাহলে একজন মুসলমান হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে আমাদের করণীয় হবে এদের সাথে সাথে সরকারেরও.............

৭| ০৩ রা মে, ২০১৩ ভোর ৫:০২

দায়িত্ববান নাগরিক বলেছেন: পুংটা :P

৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৪৪

রমনা টেক বলেছেন: মারা পাছা ডাজন্ট কাম ব্যাক ফ্রম হাইকোর্ট

পুংটার মন্তব্য দেইখ্যা হাসতে হাসতে কেদারাটুকু ভেঙ্গে ফেললাম।
:P =p~ =p~ =p~ =p~

৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১৫

জহির উদদীন বলেছেন: গতকাল দেখলাম সুশীল চন্ডালরা আহমদ শফী হুজুরের হেলিকপ্টারে চড়া মেনে নিতে পারেন নি।
"আহমদ শফীর মত একজন সামান্য হুজুর হেলিকপ্টারে চড়বে, এইটা কোন কথা?! এই টাকার উৎস কি??!! "

যারা এই ধরনের থার্ড ক্লাস লেভেলের চিন্তা চেতনার অধিকারী সেইসব সুশীলদের প্রতি করুণা ছাড়া আর কিছুই দিতে পারলাম না।
পররাষ্ট্র নীতির প না জেনে আমাদের দীপু প্রতি মাসে সরকারি লাখ লাখ টাকায় বিদেশ ভ্রমণ করলে আপনাদের আঁতে লাগেনা। শুধু শফী হুজুর একদিন হেলিকপ্টারে চড়লে নুনুভূতিতে চরম আঘাত লাগে সেইসব দালালদের।সত্যিই স্যালুকাস।
শোনেন শফী হুজুর ইজ নাও টক অফ দা কান্ট্রি। জি হা সামান্য মাদ্রাসার একজন অসামান্য ব্যাক্তিত্ব , যার হুংকারে আপনাদের নেত্রীর গদি কেঁপে উঠেছে। জরিপ করে দেখতে পারেন সারা বাংলায় জনপ্রিয় নেতা এখন কে?? অবশ্যই আহমদ শফী নামের সেই "লুঙ্গি পড়ুয়া মাদ্রাসার হুজুর " যেইসব সুশীল তাঁর হেলিকপ্টারে চড়ার সমালোচনা করছেন, শফী হুজুর তার লুঙ্গির ময়লা একবার ঝারি দিলেই হাজার হাজার সুশীলে ভেসে যাবে বাংলার আকাশ বাতাস।
আর হা তার অর্থের উৎস নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের বলছি। সারাজীবন ঘুষখোর, সুদখোর, হারামখোর বাপের ইনকাম খেয়ে নাকে মুখে এখন অবৈধ চিন্তা ভাবনা তাই না??!!! শফী হুজুরের নিজের অর্থ লাগেনা। শফী হুজুরের আপনাদের বাপ দাদার মত দূরনীতি করা লাগেনা। তাঁর হাজার হাজার ছাত্র, শুভাকাংখী আছে যারা শফী হুজুরের জন্য শুধু হেলিকপ্টার কেন, জীবনও দিয়ে দিতে পারেন। আজ যদি শফী হুজুর আপনাদের পিতার মত ডাক দেয়, "তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড় "
স্রেফ এই কথা শুনেই লক্ষ জনতা তাদের পায়ের বাতাসেই আপনাদের মত সুশীলদের অস্তিত্বহীন করে দিতে পারে।
জানি আপনাদের কষ্ট টা কোথায়, সারাজীবন পড়ালেখা করে যেখানে, ডাক্তর, এন্জিনিয়ার, কিংবা দুই টাকার সুশীল হয়ে, মাদ্রাসা শিক্ষা বেকডেটেড বলে সারাজীবন হেলিকপ্টার চড়ার স্বপ্ন দেখতে দেখতে পগাড় পার হতে হয় সেখানে শফী হুজুর হেলিকপ্টারে চড়েছেন তা মেনে নেওয়া অনেক কষ্টের। মনে রাখবেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ।আল্লাহর বান্দারায় সম্মান পাওয়ার যোগ্য।আপনাদের মত দুই টাকার সরকারি দালাল সুশীলদের না।
সো বেশি বকর বকর না করে, আহমদ শফী হুজুর কে দেখুন। আর হিংসাই জ্বলতে থাকুন।

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৫২

জহিরুলহকবাপি বলেছেন: আপনার কথা মানলাম তর্কে খাতিরে ......... আপনি বলছেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ- তাইলে আপনারা আল্লাহর বিরোধিতা করছেন কেন? হাসিনারেতো আল্লাহই প্রধানমন্ত্রীর সম্মানে সম্মানিত করছেন । তাই নয় কি বাহে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.