নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একছন মিয়ার চিঠি...

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৪

একছন মিয়ার চিঠি...

ডাক্তার সাবের মাইনে ইমরান মিয়া গণ জাগরণের মূখপাত্র হইয়া বেবাকরে জাতীয় পতাকা উড়াইতে কইছিল, বেবাক বাঙ্গালি উড়াইছিল । কেই হাত দিয়া উড়াই ছিল, কেউ বা উড়াই ছিল মন দিয়া । পেপার পত্রিকা টিভি টুভি এবং নিজ চক্ষু দুইটা দিয়া দেইখ্খা এমন বুঝছি । তখন ‍পিয়াস সাব, আসিফ সাব, কিছু সূশীল এবং বি এন পি এমন ম্যাতা ম্যাতি করছে যে কান-ঝালা পালা । তারা কইতে চায় হেদিন বেবাকতে পতাকা উড়াইয়া পতাকার অববাননা করছে । আরে অশিক্ষিতের দল বাংলাদেশীগো পতাকা বাংলাদেশীরা উড়াইছেেএকসাথে তাতে পতাকার কেমতে অসম্মান হইল? ম্যা ম্যা ম্যা, কানই ফিনিশ হইয়া যাইত । বেআক্কেল গুলা আরও মেতানো শুরু করছিল- ইমরান মিয়া কেডা? সে কি বঙ্গবন্ধু? সে কি সরকারের চেয়ে ক্ষমতাশালী কেউ? আরে ভোদড় পাগলারা ইমরান মিয়ারেতো আপনারইতো সব বানাইতাছেন । কি স্বার্থে এ কাম করতাছেন আপনেরাই জানবেন । ইমরান মিয়া হইল মূখপাত্র । মূখ পাত্র আর নেতা কি এক হইল? ইমরান মিয়া আরও ২০-জনের লগে বইয়া সবার সিন্ধান্ত জানে । তারপর যে দিকে মতামত বেশী ইমরান মিয়া হেইডাই কয় । আর ঐ ২০ জন কয় বাঙ্গালি যা কয় তা । কত যে রঙ্গু জানো যাদু ।



হেফাজত মিয়ারা তাগো সমাবেশে জাতীয় পতাকা দিয়া চান্দা তুলছে, জাতীয় পতাকা দিয়া হেলিক্পটারের ভাড়া খয়রাত লইছে । মহান জ্ঞানী ও দেশপ্রেমিক আফনাগোরে জিগাই অহন আপনাগো ঠোট বন্ধ কেন? নাকি ঠোট ব্যাস্ত সুরা আর সাকীতে? !!!!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:০২

পরিবেশ বন্ধু বলেছেন: আমি মিয়া হাছিনার জেতা বাপ সব হালারা গোল্লায় যাক
দেশ আফগান আর ইরাক বানাইতে দিমুনা
আমি দেশি মানুষ আমার লগে থাকেন ইনশাল্লাহ সব ফিনিস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.