নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার চিঠি.... হেফজতী বাবু নগরীর জলকেলী

১১ ই মে, ২০১৩ সকাল ৯:০৯

হেফাজতী দানব ওয়াওয়া নগরী ওরফে বাবু নগরী পুলিসের কাচে নাকি হমানে কানতে আছে । তার চক্ষুর জলে খালের পানি বাইড়া যাইতেছে । আর বদপুলা পাইন ক্ষেতের ভিত্তে হাগা-মুতা কইরা ঐ পানি দিয়া নাকি শচু কার্যক্রম আরাম্ভ করছে । কেমন নষ্টও নাস্তিক পুলাপাইন দেখছেন? যে দেশের মন্ত্রী হওয়ার খায়েশ নিয়া শাপলা চত্বর আইছিল, তার চক্ষুর অশ্রু দিয়া শচু কার্য!!!!



পুলিস রিমান্ডে বাবু নগরী কইতেছে সব জামাত-শিবিরের কাম । তারা কিছুই করে নাই । এক্কেরে ধুতরা ফ্লাওয়ারের মত পবিত্র তারা । ৫ তারিখ নিয়ন্ত্রণ গেছিল গা ১৮ দলের হাতে !



এসব আপনারা জানেন । কিন্তু এখন একচন মিয়া জিগায়-



* আপনেগো মিটিং-এর ভিত্তে যখন ইলেক্ট্রিক করাত দিয়া মতিঝিলের গাছ গুলা ১৮ দল কাটছে তখন কই ছিলেন? মনে কি একবারও কোশ্চেন আসে নাই, আপনাগো পুলাপাইন ইলেকট্রিক করাত পাইলো কো? তখন সমাবেশের ভিত্তে (শাপলা চত্বর ) পুলিস বা ১৮ দল কুন একচনে যায় নাই । তাইলে?!!

* যখন বুঝলেন ১৮ দল নাশকতা শুরু করছে, আপনেগো নিয়ন্ত্রনে কিচ্ছুই নাই । তখনও মঞ্চের মাইক থিক্কা মিটিং শেষের ঘুষনা কেন দিলেন না । ধরলাম ঐখানে নিরাপত্তার লাইগা ঘোষনা দিতে পারেন নাই । তাইলে লালবাগ মাদ্রাসায় পেরেস রিলিজ করলেন না কেন সন্ধ্যা থেকে রাইতের মইধ্যে ? কইলেন না কেন এগুলা করতাছে আপনাগো মামু ১৮ দল । কতায় কতায় পেরেস কনফারেন্স করেন। হেই দিন করেন নাই কেন? তাইলে তো কওন যাইতো আপনে এখন সত্য কইতাছেন !

* নাকি ভাবছিলেন আপনাগো মামুরা সচিবালয় দখর করলে তার পর আফনে হইবেন মন্ত্রী । তার হেলিক্পটার মোল্লা শফি মিয়া হইবো আধ্যাত্নিক গুরু?



একচন একচন ডাইরেট একচন...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:২৫

আমিগো বলেছেন: কথায় যুক্তি আছে। উনার নামটা উনাকে কে দিল? বাবুনগরী! আরেকজনের নাম নিজামপুরি। ব্যাপারটা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.