নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত....... হেফাজতীরা কে তাদের বিবিগোরে তালাক দিছেন?

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪৯

ওয়া ওয়া শহর ওরফে বাবু নগরী সাবরা শহীদ হইতে আইসা লাল বাগ মাদ্রাসায় বইসা রোস্ট-পোলাও খাইছে, ঠুস-ঠাস শুইনা পোলা-পাইনরে থুইয়া পলাইছিল । আহারে ছুড ছুড পোলাপাইন গুলা ঢাকা দূরে থাক হয়ত কোন দিন জেলা শহরও দেখে নাই! বড় হুজুররা লইয়া আইছে জোর কইরা । অনেকের মা-বাপও জানতো না , টাকা কামানোর, প্রধাণমন্ত্রী হইবার খায়েশ মিটানোর জন্য তাগো পুলাপাইন-গুলারে বলি দিতে লইয়া যাওয়া অইছিল । একজনের বাপ-মা তো জানছে পুলার লাশ হাতে পাওনের পর ।



বাবুনগরী সাবেরও ১৪ বছরের একটা পুলা আছে । অর মায়ে নাকি দেয় নাই হের লাইগা বাবু আই মিন ওয়া ওয়া নগরী পুলারে ৫ই মের সমাবেশে আনে নাই । আবার হেলিক্পটার হুজুর কারো কথা না ভাইব্বা সরাষ্ট্র মন্ত্রীরে ফোন দিছিল যাতে তার পুলারে না ধরে । মরলে মরব অন্যর পুলা । অন্যের পুলারে ২০০ বেতের ভয় দেখাইয়া, মাদ্রাসা থেইক্কা বাইর কইরা আনছেন । কারো গরীব বাপ-মা আপত্তি করলে পুলারে মাদ্রাসা থেইক্কা বাইর কইরা দেওনের হুমকি দিয়াও পুলাপাইন আনছেন আপনেরা। এর ভিত্তে ৮/১০ বছরের পুলাপাইনও আছে । ১৪ বছরের পুলাতো আরও ছুড । আপনে যখন আনেন নাই ধইরা নেওন যায় নিজের পুলাপাইনরে আপনারা কেউই আনেন নাই (বউ-এর লাইগ্গা আনতে পারেন নাই) ।



শহীদ বাবু মিয়া প্রধাণমন্ত্রী সাবরে জিগাই - আপনের বৌরে ২০০ বেত কি মারছেন? অথবা পুলারে আনতে দিব না এর লাইগা বৌরে কি বাড়ী ছাড়া করছেন/তালাক দিবেন ? যারা ব্লগ দিয়া নেট চালায়, রাজাকারগো বিচার চায়, নষ্ট ও নাস্তিক -তাগো বিরুদ্ধে শহীদ হওনের লাইগা আপনাগো বিবিরা পুলাপাইনরে আপনাগো লগে ছাড়ে নাই । কত্ত বড় নাস্তিক ও নষ্টদের সার্পোটার !



হেফাজতীরা কে তাদের বিবিগোরে তালাক দিছেন? ইসলামরে হেফাজত করার লাইগা ৫ই মে পুলাগুলারে আপনোগো বিবিরা আসতে দেয় নাই বইলা ।



একটা খটকা লাগে - ইসলামের নিয়মনুযায়ী নিজের পুলারে আগে আনতে হইব । মহানবীর মিষ্টির ঘটনাতো জানেন? জানেন কোরবানী প্রথা প্রচলন হওয়ার নিয়ম? আমাগো ইসলামতো এমনই কয় । তা আপনারা কোন ইসলাম হেফাজত করতে মাঠে নামছেন?



একচন একচন- ডাইরেট একচন

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: গুড পোষ্ট। সব ভন্ড, ক্ষমতালোভী আর রাজাকারের চ্যালা।

২| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আমি ব্লগার হইছি! বলেছেন: দায়িত্ববান নাগরিক এর কমেন্টের পর এদের ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.