নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র... ফরহাদ মজহার সাব জানাবেন কি জনাব?

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯

লিখনী নামে একটি অণ লাইন পত্রিকায় আপনার সাক্ষ্যাৎকার পড়লাম । আমি মুক্য মানুষ । আফনেতো গেআনী, তাই ক’য়টা প্রশ্ন করি । না না লুঙ্গি ডিলা কইরা, আরাম কইরা বসেন । জটিল কোন কোশ্চেন করফো না । আপনার বাতচিত থেইকাই কোশ্চেন করফো । খটকা লাগিছে । আচা করি কোশ্চেনের এনচার দিয়া খটকা দূর করিফেন । ** আপাতত হেফাজতের উত্থানের কথা বাদ দিয়ে ভাবুন। ফ্যাসিস্টের যে উত্থান, এ কারণে এখানে গণমানুষের মনে শঙ্কা দেখা দিয়েছে। একটা সচেতনতা তৈরি হয়েছে যে তাদের ঈমান-আকিদা থাকছে না, তাদের রাষ্ট্র থাকছে না, স্বাধীনতা থাকছে না, সরকার পেশিশক্তির বলে তাদের টুঁটি চেপে ধরছে, দেশে ভয়ঙ্কর একটা কিছু আসছে। ফলে হেফাজতের এ উত্থানটা একেবারেই স্বাভাবিক। ** — উপরের অংশটি আপনার সাক্ষ্যাৎকার । আমার প্রশ্ন হলো, আপনি বিবাহ না করে দীর্ঘ জীবন এক নারীর সঙ্গে সংসার করছেন । এইটা কোন ইসলামি আকীদায় পড়ে ?



একচন একচন– ডাইরেট একচন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:২৫

নিষ্‌কর্মা বলেছেন: উনি মর্ডান ঈমানদার, উনার বিবাহ লাগে না।

২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯

জহিরুলহকবাপি বলেছেন: া হা হা হা হা

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ২:০৮

অনিমেষ রহমান বলেছেন: ;)

উনি আচলে ডাইরেক একচন পার্তি।

৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ২:২৪

অনির্বাণ তন্ময় বলেছেন:
একচন একচন– ডাইরেট একচন ;)

৪| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৩

অগ্নি সারথি বলেছেন: এইসব নিয়া কোন ঈমানদারের খাউজানি উঠে না। বালের ঈমানদার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.