![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেকে অনেক কথা লিখছেন । তার সমলোচনায় ফেবু, বগ্ল ভর্তি । আমি বরং আপনাদের বলবো চোখ খুলে তার প্রতি কৃতজ্ঞতা জানান । তাকে ধন্যবাদ দেন ।
কারণ ওয়াশিংটন টাইমসে “জিএসপি” বাতিলের কথা বলেছেন শুধূ , আমেরিকান আর্মিকে বাংলাদেশ দখল করতে পাকিস্তানী সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করার কথা বলেন নাই ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৩১
মতিউর রহমান মিঠু বলেছেন: আমেরিকান আর্মিকে বাংলাদেশ দখল করতে পাকিস্তানী সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করার কথা বলেন নাই
কেন বাংলাদেশ কি কারো বাবার সম্পত্তি নাকি?? নাকি ছেলের হাতের মোয়া বাংলাদেশ?? এমন উদ্ভট ভাবনা বা চিন্তা কিভাবে আপনাদের মাথায় আসে বুঝতে কষ্ত হয়।
জিএসপি তো খুব বড় বিষয় না, এরচেয়ে অনেক বড় বড় নালিশ বিগত সরকারের সময়ে তৎকালীন বিরোধী দল করেছিলো তা ভুলে গেছেন নাকি??
দেশ পঙ্গু করার জন্য ১৮ দিন অবরোধ করছিলেন এবং ৭১ এর স্বাধীনতা যুদ্ধে যে চট্রগ্রাম পোর্ট বন্ধ হয়নি সেই সমুদ্র বন্দর তৎকালীর বিরোধীদল বন্ধ করেছিলো, মনে আছে নিশ্চই!! তখন দেশের কতশত কোটি টাকা নষ্ট হয়েছিলো একটু ভাবুন।
বিগত বিএনপি সরকারের সময় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল পালন করেছিলো মনে পরে?? তখন কি দেশের উন্নতি না অবনতি হয়েছিলো?? টানা ১৮ দিন দেশ অচল ছিলো সে হিসেব কি মনেও পরেনা!!!!!!!
ক্ষমতার লোভ দু'দেরই আছে তাতে দেশ জনতা গোল্লায় যায় যাক ওনাদের কিছুই যায় আসেনা। ক্ষমতা পাবার জন্য সব দলই যা ইচ্ছে করতে পারে তাতে দেশের ক্ষতি হয় হোক। তাই কারো সাফাই গাইলে বিগত দিনগুলোর কথা একটু ভেবে-চিন্তে গাওয়া উচিত। সমালোচনা অবশ্যই হওয়া উচিত তবে এক তরফা নয়। অভারঅল সমালোচনা করাটা বাঞ্চনীয় কারন রাজনিতীর ময়দানে কেউ ধোঁয়া তুলশি পাতা নয়। সবাই সমান, না হয় ১৯/২০ পার্থক্য আছে, কিন্তু ৭০/৩০ পার্থক্য বাংলাদেশের রাজনিতীবিদ বা দল কোনটাই নেই। ভাল কে ভাল আর কালো কে কালো বলুন ভাইজান।
অনেক ধন্যবাদ বাপি ভাই..............
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫২
জহিরুলহকবাপি বলেছেন: ক্ষমতার লোভ দু'দেরই আছে তাতে দেশ জনতা গোল্লায় যায় যাক ওনাদের কিছুই যায় আসেনা। ক্ষমতা পাবার জন্য সব দলই যা ইচ্ছে করতে পারে তাতে দেশের ক্ষতি হয় হোক।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
লেখাতে সবচেয়ে আপত্তিকর ছিল খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছেন বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, খুব স্পষ্টভাবেই!
সুধু GSP বাতিলই না, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরপেরও আবেদন!
Click This Link