নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

ছি! ছি!! মিশরীও জনগন তোমরা গনতন্ত্রে, বাক স্বাধীনতার গলা টিপে ধরলে?!! ছি! ছি!! ছি!!!

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১২

সাংবাদিক কারে বলে?!

পত্রিকায় রির্পোট লিখলে, রির্পোট দিলে, সম্পাদনা করলেই তিনি কি সাংবাদিক?



সাংবাদিকরা অন্যায় আচরন, পরিচয়ের অপব্যাবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিলেই কি স্বাধীন মত প্রকাশের বিরোধীতা করা হয়?! গণতন্ত্রের গলা টিপে ধরা হয়?!

১৯৭১ সালে সংগ্রাম পত্রিকার সাংবাদিকরাও সাংবাদিক আর বস্তু নিষ্ঠ খবর প্রকাশ করা দেশী-বিদেশী সাংবাদিকরাও সাংবাদিক !



আমার দেশ পত্রিকা ইচ্ছাকৃত, ভুয়া , মিথ্যা খবর প্রকাশ করে এ দেশের সরল, ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করিয়ে কম ধ্বংসযজ্ঞ চালায় নি । অনেকগুলো মৃত্যুর কারণ বুয়েট পাশ সম্পাদক মাহমুদুর রহমান । মাহমুদুর রহমানের নেতাদের দাবী অনুযায়ী যদি এ দেশে ব্লাসফেমী আইন থাকতো তবে মক্কা শরীফের গেলাপের এডিট করা ছবির কারণে তার কয়েকবার ফাসি হতো ।



মাহমুদুর রহমানকে সরকার দেরী করে গ্রেপতার করার কারণে ক্ষয়-ক্ষতি, প্রাণহানী বেড়েছে অনেক ।



তারপর তাকে গ্রেপতার করার পর সাংবাদিক ভাইবোনদের অনেকেই ক্ষোভে ফেটে পড়েন । তারা কি চান? তারা একটা কাজ করতে পারেন, তা হলো জাতীয় সংসদে আইন পাশ করার দাবী তুলতে পারেন, যে তারা যাই করুক না কেন, খুন, হত্যা, ধ্বংসযজ্ঞ তাতেও তাদেরকে আইনের আওতায় আনা যাবে না।



জনগন কিন্তু অত জ্ঞানী না , যার প্রমাণ পাওয়া গেল মিশরে ।



মিশরীয়রা ভুল, অসত্য, বানোয়াট তথ্য বানানো ও প্রচারের কারণে আল জাজিরার সাংবাদিকদের আড়ং ধোলাই দিয়েছে । আলজাজিরার অফিস পুড়িয়ে দিশে । ছি! মিশরীও জনগন তোমরা গনতন্ত্রে, বাক স্বাধীনতার গলা টিপে ধরলে?!! ছি! ছি!! ছি!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

পাগলাগরু বলেছেন: মিশরীও জনগন তাদের গনতন্ত্রে, বাক স্বাধীনতার গলা টিপে ধরলে আপনের কি? আপনের নিজের পাছায় কাপড় নাই

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

হাসানুর বলেছেন: সাংবাদিকরা অন্যায় আচরন, পরিচয়ের অপব্যাবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিলেই কি স্বাধীন মত প্রকাশের বিরোধীতা করা হয়?!
তাহলে সাংবাদিকরা কি সকল আইনের উর্ধ্বে ? সাংবাদিকরা কি সব মহাপুরুষ ?

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

একজন ঘূণপোকা বলেছেন: এখন আবার ২৯ বছর মারা খাক

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

~মাইনাচ~ বলেছেন: মিশরীও জনগনদের আমার পাগল মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.