![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
শাফি সাব কয়েক দিন আগে কইলেন “মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে।" এত বচ্চর বয়সেও আপনের মেয়ে দেখলে লালা ঝরে?!
চাবাচ! ন্যাচারাল?!
লালা কিন্তু কুকুরেরও ঝরে । আমি একচন মিয়া নিজে দেখচি । যাক আপনার ঝরে এক কারণে আর কুকুরের ঝরে অন্য কারণে । কিন্তু ঝরাঝরি, লালা দুইটা একই আচে ।
আমার জানা মতে শাফি হুজুর সাবের লগে মহিলাদের খুব একটা দেখা হয় না, দেখা হওনের কারণও নাই । আমার প্রশ্ন অইলো তিনি এ তত্ব জানলেন কেমতে?
ওহ! আমি উপ্তা অইয়া একটা জিনিষ থিংক করতে আচি । তা অইলো বাড়ী গেলে তো আপনার মা, মেয়ে, নাতনি, বোন এদের সাথে দেখা অয় । এরা হগলেই মহিলা ।
নাউ চিত অইয়া আই এম আচকিন মাইনে জিজ্ঞাসা করতেচি , ঐ সময় আপনার লালা ঝরলে কেমতে কি করেন?
একচন একচন-ডাইরেট একচন
২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১
সেফানুয়েল বলেছেন:
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
মোমেরমানুষ৭১ বলেছেন: আল্লামা আহমদ শফী দামাবারকাতুহু কে মিথ্যাচার করা হচ্ছে।
পোস্ট
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
জহিরুলহকবাপি বলেছেন: মিথ্যাচার মানে?!!!!!!!! মাধা ঠিক আছেতো? নাকি না জেনেই উত্তর দিলেন । ইসলামে স্পষ্ট ভাবে বলা আছে জেনে বুঝে কাজ করার জন্য ।
পোষ্টে মন্তব্য করার আগে আপনি তার ভিডিওটা দেখলে ভালো করতেন ।
৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৯
নিষ্কর্মা বলেছেন: অবশ্যই উনার লোল ঝরে। তখন উনি হাদিস মুতাবেক কামডা সাইরা ফালান। সেই জন্যি তো উনার উইফে, উনানের উপরে তরকারি রাইখ্যা, ছুটে আসেন স্বামীর লোলের ভাগ পাওয়ার আশায়। আর কে না জানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। [ এই জাতীয় হাদিসে প্রচারক কিন্তু লাল্লামা শফি লুলের মত অনেক লাল্লামা আর তার তালেবাতুল লুলগণ ]
আর এইসব পেরাইভেট কুশ্চেন কেন করেন বোলগে? দেহেন না ছাগুদের পুটু জ্বইল্লা লালে লাল
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯
জহিরুলহকবাপি বলেছেন: ভাই আমি সাধারণ প্রশ্ন করছি । উত্তরতো দেয়না উল্টা গালাগাল করে । এত কি প্রমাণিত হয়?
৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৫
নষ্ট ছেলে বলেছেন: আমার জানা মতে শাফি হুজুর সাবের লগে মহিলাদের খুব একটা দেখা হয় না, দেখা হওনের কারণও নাই । আমার প্রশ্ন অইলো তিনি এ তত্ব জানলেন কেমতে?
ওহ! আমি উপ্তা অইয়া একটা জিনিষ থিংক করতে আচি । তা অইলো বাড়ী গেলে তো আপনার মা, মেয়ে, নাতনি, বোন এদের সাথে দেখা অয় । এরা হগলেই মহিলা ।
যখন বলা হয় বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে তখন কি ঐ মেয়ের তালিকার মধ্যে মা, বোন থাকে?
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩
জহিরুলহকবাপি বলেছেন: আপনার প্রম্নটা যুক্তিযুক্ত ।
না বিয়েল তালিকায় মা বোন থাকেন না । কিন্তু বিষয় অইল শাফি সাহেব যে ভাবে বলছেন তাতে মেয়ে দেখলেই লালা ঝরবে । আর স্থুল ভাবে আপনি শুধূ মামা বোনের কথা বলছেন কেন?
মেয়েরাওতো মানুষ । ইসলামেই তাদের শ্রদ্ধা করার কথা বলা হয়েছে । আপনি যদি অন্য একটি মেয়েকে টিজ করেন তাহলেকি পরক্ষ ভাবে আপনি আপনার বোনকে টিজ এবং অন্য কেউ যদি টিজ করে তাকে বৈধ করে দিচ্ছেন না?
৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬
ই এইচ মানিক বলেছেন: শুয়োরের কখনও লালা ঝরেনা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬
আলাপচারী বলেছেন: পরাণের তেতুঁলরে, তরে লইয়া যামু যমুনায়