নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র... শাফি হুজুর সাব আপনার সহযোদ্ধা নারীদের জেনার পরিমন কত?!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫০

মানুচের ইচকুল কোলেজে ভারচিটির সাতে সাতে চিক্ষা নেয় অবিজ্ঞতা থেইক্কা । এম আই ঠিক (ঠিক আংরেছী মনে নাই)? মানুচের অবিজ্ঞতা আসে চাইর চাশের চব দেখে বুঝে । মানুষ চেই হিচাবে বিসার করে দুনিয়া । আমাদের কল্পনা স্ট্রং আই মিন শকতিও এ অবিজ্ঞতা, চিক্ষা দ্বারা তয়রি । ইচ নট দেট?

আমরা দুই চিং ওয়ালা গরু চাগল দেখি বইলাই দুই চিংওয়ালা দুই চিং ওয়ালা দৈত্য দেখি । এম আই রাইট (রিমেমবারড)?



“আপনার মেয়েকে কেন দিচ্ছেন গার্মেন্টসে চাকরী করার জন্য? চাকরি তো অনেক করতেসেন। আপনার বিধিও কথায় ইশকুলে লেখাপড়া করায় ডাক্তার হইসেন। আপনেও ডাক্তার, আপনার মেয়েরাও ইশকুলে চাকুরী করে গার্মেন্টসে চাকুরী করে।

কতজনের মধ্যে মত্তলা হচ্ছে আপনার মেয়ে, আপনে তো জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করতেসে”

আপনি নিশ্চয় অবিজ্ঞতা থেইক্কা এইটা বলচেন । কাছের অনেককে দেইখাই মেয়েদের চাকরি, আয় করা সম্বদ্ধে এমুন দারনা অইচে । ৫ই মেয়ে একজন নেত্রী আপনাদের চহযোগীতা করার জন্য তার দলের নেতা কর্মীদের রাস্তায় নামতে বলেচিলেন । ঐ দলটিতে আরও কয়েকজন নারী আচেন, যাদের আপনি আমরা ষবাই চিনি । তারা রাষ্টীয় নিয়ম অনুযায়ী বেতন ও চুবিদাদি পায় ।

আফনের কতা িরাইট আইমিন টিক অইলে অর্ত কি দাড়ায় ?!

একচন মিয়ার গুপনে মুন চায় তারা কি পরিমান জেনা.........?

একচন মিয়া উপ্তা অইয়া আপনের এনচারে লাইগ্গা তাকাইয়া আচে । তার লগে একটা কথা কই । দুনিয়ায় প্রিত্যেকের অবিজ্ঞতার বাইরেও আরও অবিজ্ঞতা আচে । আমার আত্নীয় চজনদের বাইরেও কোটি কোটি মানুচ আচে । চো এটা ঠিক না যে কারো ঘরের মানুষ বালো মাইনে দুনিয়া বালো বা তার গরের মানুচ খারাপ বইলা দুনিয়া কারাপ ।



একচন একচন-ডাইরেট একচন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২২

আলাপচারী বলেছেন: your "kotha" is right. aamio jante chai how many "jena" uni korchen ?

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

জহিরুলহকবাপি বলেছেন: একচন একচন-ডাইরেট একচন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.