নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫



যারা বাসে, টেম্পুতে চলা ফেরা করেন তারা ভালো মত মনে করতে পারবেন । গণজাগরণের প্রথম দিকে বাসে, টেম্পুতে উঠলেই এক শ্রেণীর লোক নিজেদের ভিতরে কথা তুলতো গণজাগরণে হেন হয় তেন হয় । এদের সকলের শুরু ও শেষের স্টাইল ছিল এক । এটা ছিল জামাত-শিবিরের প্রোপগন্ডা ছড়ানোর স্টাইল ।



বর্তমানে কেউ কেউ বলছেন বিএনপি ক্ষমতায় আসলে কিছু হবে না । জামাত পোষা বিলাইয়ের মত থাকবে, কোন নাশকতা করবে না । বর্তমানে একটি শ্রেণী সাধারণ মানুষদের এ ভাবেই বুঝাচ্ছে । এর ভিতর যুদ্ধপরাধীদের বিচারের দাবীর সাথে একাত্ন ঘোষনা করে গাণজাগরণে এসেছেন এমন মানুষকেও তারা দলে টানছেন । কেউ কেউ বলছে - এই নতুন সক্রিয় গ্রুপটি বিভিন্ন বিপ্লবী দলের সদস্য । তারা গণজাগরণকে ভালোবাসে কিন্তু বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে ঘৃণা করে । ঘৃণা করার কারণ চীন চায়নি বাংলাদেশের স্বাধীনতা ।



সাবধান এদের ফাদে পা দিবেন না । যারা এরই ভিতর সরল মনে এদের ফাদে পা দিয়েছেন, তাদেরকে শুধূ মনে করিয়ে দেন-

অষ্টম শ্রেণীর ১৪ বছরের কিশোরী পূর্ণিমার কথা । নির্বাচনের পর পরই হিন্দু কিশোরীটির সাথে যৌণ কর্ম করার জন্য ৮ জনের একটি দল যায় (হিন্দুরা তখন গনিমতের মাল । বাংলাদেশে মুসলিম দেশ । তাই হিন্দুদের ধর্ষণ করা জায়েজ।) । মেয়েটির মা সেই সুমহান বিএনপির ছেলেদের বলেন - বাবারা আমার মেয়েটা ছোট । তোমরা একজন একজন করে যাও । ও এক সাথে এত জন পারবে না । মরে যাবে, তোমরা কয়েকজন আমার কাছে আসো ।



এই বার কি হবে?!

জয় বাংলা

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

খাটাস বলেছেন: সংকটময় মুহূর্ত। সিদ্ধান্ত নিতে অনেক ভাবতে হবে।

২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

শরীফ মহিউদ্দীন বলেছেন: ভাই এগুলো বলে আর মাঠ গরম করতে পারবেন না,চেতনা বিক্রি করে খাওয়া শেষ এখন আসছেন এইসব বিটিভির পেপার কাটিং নিয়ে,যাহাই হোক ব্যপার না, আপনার কষ্ট বুঝি।

হিন্দুরা তখন গনিমতের মাল । বাংলাদেশে মুসলিম দেশ । তাই হিন্দুদের ধর্ষণ করা জায়েজ


এটা কোন দল বলেছে? আর গনিমতের মাল যে বললেন গনিমত অর্থ কি? আপনি একজন কট্টরপন্থী সহিংস ব্লগার।

আপনার জন্য ধ্বিক্কার

৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

দি সুফি বলেছেন: কথায় কথায় মানুষের ধর্ম টানেন কেন???? অপরাধির কোন ধর্ম নাই। আপনাদের মত আবালদের মাথায় এইটা আজীবনেও ঢুকবে না।

৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫

পরিযায়ী বলেছেন: জয় বাংলা পন্থী সরকার এখনো বিচার করতে পারল না? নাকি বি এন পির কাছ থেকে টাকা খাইছে?

৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

চটপট ক বলেছেন: দি সুফি বলেছেন: কথায় কথায় মানুষের ধর্ম টানেন কেন???? অপরাধির কোন ধর্ম নাই। আপনাদের মত আবালদের মাথায় এইটা আজীবনেও ঢুকবে না।

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

নূর আদনান বলেছেন: পরিযায়ী বলেছেন: জয় বাংলা পন্থী সরকার এখনো বিচার করতে পারল না? নাকি বি এন পির কাছ থেকে টাকা খাইছে?

চটপট ক বলেছেন: দি সুফি বলেছেন: কথায় কথায় মানুষের ধর্ম টানেন কেন???? অপরাধির কোন ধর্ম নাই। আপনাদের মত আবালদের মাথায় এইটা আজীবনেও ঢুকবে না।


৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

মুহাম্মদ মইনুল হুদা বলেছেন: এইসব বেলগার-রা পাবলিক কে এতো বোকা ভা্বে কেনো?? এইসব ফাউল লোকদেরকে ধরে জেলে ভরা উচিত। এরা খালি পারে বিদ্বেষ ছড়াতে।

৮| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৫

অারমান বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র দাবিদার ক্ষমতাসীন আওয়ামী অতিগোপনে অভিযুক্ত জামায়াতের সাথে সমঝোতার চেষ্টা করছে। আর এতে তারা বিদেশিদের সহায়তা নিচ্ছে। এবার জামায়াতকে ম্যানেজ করতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থা ভারপ্রাপ্ত রাষ্টদূতের সহায়তায় তার গুলশানের বাসায় জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের তিন নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন।

৯| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: জয় বাংলা পন্থী সরকার এখনো বিচার করতে পারল না? নাকি বি এন পির কাছ থেকে টাকা খাইছে?

১০| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

মেহেদী_বিএনসিসি বলেছেন: এইবার সম্ভবত আপ্নাদেরও পুটু মারা হইবেক........সো......সাধু সাবধান... :P :P :P

১১| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: এইটা আবাল হাম্বালীগারের দুইটাকার বিরানী খেয়ে দুইহাতে লেখা!

১২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

মো ঃ আবু সাঈদ বলেছেন: তবে যাই হোক এই ধরনের ঘটনার বিচার হওয়া উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.