নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধা ভাতা বন্ধের ও মুক্তিযুদ্ধাদের মৃত্যুর পর তাদের রাষ্ট্রীয় সম্মাননা জানানো বন্ধর দাবী জানাই

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

খালি কোটা না মুক্তিযুদ্ধা ভাতা বন্ধের ও মুক্তিযুদ্ধাদের মৃত্যুর পর তাদের রাষ্ট্রীয় সম্মাননা জানানো বন্ধ হোক ।

মুক্তিযুদ্ধারা যেমন দেশের সন্তান তেমনি আমার বাপও । মুক্তিযুদ্ধারা সেই কবে যুদ্ধ করছিল সেই জন্য তাদের বসিয়ে বসিয়ে মাসে মাসে ২০০০ টাকা দিতে হবে ?!

মুক্তিযুদ্ধা মারা যাওয়ার পর রাষ্ট্রীয় সম্মাননা জানাতে প্রায় ৭০ হাজার (টাকার অংক কম বেশী হতে পারে) খরচ হয় । এটাও বন্ধ করতে হবে । কারণ আমার মুক্তিযুদ্ধে অংশ না নেওয়া আমার বাপ এবং একজন মুক্তিযুদ্ধা দু’জনই বাংলাদেশের সন্তান । এমন বৈষম্য কেন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

রাজনীতির ভাষা বলেছেন: আপনার বক্তব্য পরিষ্কার না।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭

জহিরুলহকবাপি বলেছেন: কোন দিক থেকে?

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

নাওেয়দ বলেছেন: শেষ লাইনটা বুঝলাম না।
পক্ষে না বিপক্ষে?

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সরকারের দুর্নীতির কথা তুলে মুখে ফেনা তোলে আমাদের মধ্যবিত্ত সুশীল সমাজ। অথচ মধ্যবিত্ত এই সুশীলদের মানসিকতা আসলে ফকিরনির পুতদের মতোই। দরিদ্রদের মানসিকতা এদের থেকে হাজার গুণ উত্তম।

মধ্যবিত্তরাই বিসিএস কেরানী হয়ে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিতে মড়িয়া হয়ে উঠে। দরিদ্ররা নয়। মধ্যবিত্ত শিক্ষিতদের উচিত ছিল সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা। কিন্তু সার্টিফিকেট ধারী শিক্ষিত (মূলত অশিক্ষিত) চুদির ভাইরা সমাজ পরিবর্তন তো দূরের কথা, সমাজের সুবিধা নেওয়ার জন্য মড়িয়া হয়ে উঠেছে। আর যেসব মধ্যবিত্ত বিসিএসে আবেদন করেননি তাদের কেও এই আন্দোলনের পক্ষে এবং কেও বিপক্ষে অবস্থান নিয়েছেন। সব শালার মানসিকতা ফকিরনিরপুতদেরই মতো। সে জেনারেল কোটাই হোক আর অন্য কোটাই হোক। আমাদের মনে রাখতে হবে মধ্যবিত্ত এই আচুদা শ্রেণীই বিসিএস কেরানী হয়ে সমাজটাকে লাটে উঠিয়েছে। ফালতু যতসব।

মধ্যবিত্ত শ্রেণীর ফালতু মানসিকতা এবং তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে আমি একটি গদ্য রচনা করেছি। যারা পড়েননি পড়ার আহবান জানাই

ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.