![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
সে যে গোলাম আযম
ধর্মেরও যম
তবু মুখে ধর্ম ধর্ম করে
ধর্মেও দোহাই দিয়া
সে কত মানুষ মারে ।।
গোলাম আযম শয়তানের নাম
ধর্ম্যব্যাবসা করে
তার ধষর্ণের কারণে
কত জননী মরে ।।
৭১ হৃদয় পুর
আর কত কথা,
এ জীবনে যাবে কি
বাংলার সেই ব্যাথা ।।
৭১ মারছে মুসলমান
ভাঙছে কত মন্দির
ইবলাস শয়তান কি ছিল
গোলামের পীর ।।
আকৃতিতে মানুষ সে
মনে মনে পিশাচ
মায়ে ঝিয়ে ধর্ষিতে এক ঘরে
গোলামের উপহাস।।
গরু ছাগল জবাই হইতে
দেখছে বাঙ্গালী
গোলাম তোরা
মানুষ জবাই কইরা দেখালি ।।
সবাইরে কয় মাদ্রাসায় পড়
গোলামের পোলা কই
গোলাম বলে নিজের ছেলে
,মাদ্রাসায় দেবার বোকা আমি নই ।।
©somewhere in net ltd.