নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র.... ডিয়ার আওয়ামী লীগ পাবলিক উইল নট ইট পুরানো মুলা

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৫

আমি একচন মিয়া একণ মিডিয়ার লাইগ্গা অনেক কিচু বুঝি জানি । এখন চোড চোড পুলাপাইনও ইংরেজীতে ২/১ খান কতা কইতে পারে । মুরুখ্য মানুষও চোখ, কান দিয়া গেয়ানিদের কাচাকাচি নিউজ জানে । সেই গেয়ান থেইক্কা কয়টা প্রচ্ন আচে ।

** সা্ইদির রায়ে চময় আদালত কইলেন , আমরা যুবক চাইদির বিচার করতেচি । আর গোলাম আযমের রায়ের চময় অইয়া গেল বয়ো বৃদ্ধ হিচাবে উদারতা !!

** গোলাম আযমের জন্য ৮ থেকে ৮০ বচ্চরের নারী রেইপ আই মিন ধর্ষিত হয়েছে । সেই সমুয়তো এ কুত্তা বয়চ মাপে নাই । তাইলে...........

** বাংলাদেশের মানুষের গড় আয়ু অইল গিয়া ৬৭ বচ্চর (২/১ বচ্চর কম বেশি অইতে পারে)। সেই হিসাবে বলা যায় মানুষ আসলে বয়োবৃদ্দ হয় ৬০-এ । আমার মনে একটা কোশ্চেন আসচে, বয়স্ক হিসাবে যদি মাপ পাওয়া যায় তাইলে ৬০-এর কোটায় বয়স অইলেই তার বয়স্ক চুবিদা পাওনের রাইট আচে , গোলামের রায় অনুযায়ী ।

জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের রায় যখন কার্যকর করা অইল তখন প্রত্যেকের বয়স বাংলাদেশের গড় আয়ু পার অিইয়া গেচে । তাইলে তাগোরে এমুন কইরা দয়া দেখানো অইলো না কেন?!!!



== কাইল বারিসটার আব্দুর রাজ্জাক হাচতে হাচতে কইচিলেন তারা ন্যায্য রায় পাইবেন । এর আগে চব রাযের সমুয় তার মুক চিল মলিন । আবার ক;দিন আগে আমেরিকানগো বাড়ীতে জামাতি রাজ্জাক রাজাকার, ডা. তাহের রাজাকার ও আওয়ামী লীগের গহর রিজভী সাব, জিন কফিল সালমান এফ মিয়া মিটিং-এ বচচিল ।



ডিয়ার আওয়ামী লীগ পাবলিক উইল নট ইট পুরানো মুলা ..... so...................



একচন একচন- ডাইরেট একচন ।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

শেরশাহ০০৭ বলেছেন: একচন একচন- ডাইরেট একচন ।।

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

আলাপচারী বলেছেন: চাইদী বেলায় যুবক চাইদীর বিচার,
গোআর বেলায় বুড্ডা গোআর বিচার,
একচন মিয়ার কঠিন পয়েন্ট, স্যালুট।

৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

আলাপচারী বলেছেন: চাইদী বেলায় যুবক চাইদীর বিচার,
গোআর বেলায় বুড্ডা গোআর বিচার,
একচন মিয়ার কঠিন পয়েন্ট, স্যালুট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.