নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র. . . . বিএনপি’র সাবরা অথবা অন্য কেউ কি এনচার দিবেন?!!

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬



“তথাকথিত মুক্তিবাহীনির শতকরা ৯০ জন হিন্দু – দৈনিক সংগ্রাম সম্পাদকীয়, ১৩ অক্টোবর, ১৯৭১”



বিএনপি-জামাত একই বৃন্তে দুইখান ফুল ।

জানামতে বিএনপি-জামাতেরর আমলেই সবচেয়ে বেশী সংখ্যক মুক্তিযুদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে । এমনকি জামাত নাকি মুক্তিযুদ্ধা মণ্ত্রণালয়ও চাইছিল ।



যাকগা হেডে , আই মিন মাথায় একটা কোশ্চেন আসচে । আমি একচন মিয়া উপতা অইয়া তাকাইয়া আছি কোশ্চেনের এনচার জানার জন্য ।



বিএনপির সময় সার্টিফিকেটধারী মুক্তিযুদ্ধার নাম্বার আই মিন চংখ্যা অইছিল ১,৮৫,০০০ (কম বেশি হতে পারে ।) । সেই হিচাবে বাংলাদেশে মুসলাম মুক্তিযুদ্ধা অওয়া উচিত চিল ১৮,৫০০ জন । বাদ বাকী অল আই মিন চব হিন্দু । এখন কাগজ পত্র ঘাইট্টা বলেন এদেশে মুসলমার মুক্তিযুদ্ধা কতজন?! বিএনপির আপন জন জামাতিদের পত্রিকা সংগ্রাম-এর কোটেশন তো চবার উপরেই দিচি । এখন নিশ্চয় কইতে পারবেন না আমি অমুলক কিছু টক করচি আইমিন কইচি। কোশ্চেনটা ভাইটাল, ইজ নট দ্যাট?!



ওয়েটিং ফর এনচার আই মিন উত্তরের জন্য বইসা রইচি। আপনার কাচে এনচার না থাকলে পত্রখানা শেয়ার দেওনের অনুরোধ রইল । দেখা যাক কেউ এনচার জানে/দেয় কিন?



একচন একচন-ডাইরেট একচন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

আমি ব্লগার হইছি! বলেছেন: ঐ মিয়া। তুমার কোশ্চেন উইথড্র করো। হাত পায়ের রগ মনে হ্য় আস্ত রাখার ইচছা নেই , তাই না?

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

জহিরুলহকবাপি বলেছেন: যুক্তির বদলে হুমকি?!
তার মানে উত্তরটা যৌক্তিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.