নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র..... শফি হুজুর সাব, সালাউদ্দিন কাদের সাবেরতো বেডা দেইখাও লালা ঝরে , তাইলে তিনি কি ডবল বেডা?

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

ঈদের রাত (৯/০৭/২০১৩), বিজয় নগর, ঢাকা ।

রিশকায় হোমে আইমিন বাচায় ব্যাক করতেচিলাম । বিজয় নগরের কাচে আসতে ওয়াচ করলাম এক রিশকায় তিন তরুনী । তারা বিজয় নগর পানির টেংকীর রাস্তা দিয়া যাইতে বলচিল । বয়স্ক রিশকাওয়ালা কইলো রাইত অইয়া গেচে , ঐ রাস্তা ব্যাড আই মিন খারাফ । রিক্সা সুজা বাইর অইয়া গেল কাকরাইল দিয়া । মাইয়া তিনটা পরম আনন্দে গল্প করতে করতে চলে গেল । নাইটিংগ্যালের সিগন্যালে দেকলাম রিশকাওয়ালাও তরুনীগো সাথে টক করতেচে আই মিন কতা কইতেছে । হানি খুশি পরম মমতায় রিশকাওয়ালা লগে তিন তরুনী, সুদৃড় ফেইথ আই মিন বিশ্বান , বিশ্বাস, নম্রতা ।



ঈদের বিকাল (৯/০৭/২০১৩), রমনা, ঢাকা। দেখলাম দল বাইন্ধা কিশোর কিশোরী ঘুরতেচে । সবাই নিশ্চিত আনন্দে । মনে অইলো সব একসাথে পড়ে।



ঈদের দুপুর (৯/০৭/২০১৩), আজিমপুর, ঢাকা। চাচাতো ভাই বইন গুরুপ বাইন্ধা কই যাইতেছে যেন । কে কোন রিশকায় উঠব তা লইয়া খোচাখুচি চলতেছে । গুরুপে ১৪ ইয়ার আই মিন ১৪ বচ্চর থিক্কা ৩০/৩৪ বচ্চর বয়স সবার । সবার ফেইসে আই মিন চেহারা সরল ও ঈদের আনন্দময় ।



ঈদের ক’দিন আগে কলেজের পলাপল দিল । েপুলা মাইয়া একত্রে নাচা গান করল, মিষ্টি মুষ্টি খাওয়ালো । সরল, সহজাত, সবাই সহপাটি ।



আমি একচন মিয়া একটা গুপন কতা কই । আমার মনে অয় ধ্ব* ভ* ডিজিজ আই মিন রুগ আচে । আমার চহপাটি, কেউ চহকর্মী, কেউ বন্ধু, পরিচিত এমুন মাইয়া আচে । আমি কইতাচি কখনও তাগোরে দেইখা আমার লালা ঝরে নাই । কারণ তাগো বড় পরিচয় তারা বন্ধু, চহকর্মী, স্বজন, চহপাটি তারা মানুচ । আবার কাউরে কাউরে দেইখ্খা, মিশ্শা দিলও বলকাইচে । তয় তাগো নাম্বার আই মিন চংখ্যা খুবই খুবই খুবই কম । মাইয়া দেখলেই আমার লালা ঝরে না । আমি জানতাম লালা ঝরে কুত্তার। শফি হুজুর সাব কত্ত বড় আলেম বলে । তিনি কইলেন মাইয়া ওয়াচ করলে আই মিন দেখলে যার লালা ঝরে না তার ধ্ব* ভ* রোগ আচে । নিজের অবস্থা দেইখ্খা, বিচার কইরা ঐ বাণী মাইন্না লইচিলাম ।বাট. . .



বাট আই মিন কিন্তু আইজ রিশকায় ঝাকি খাইয়া মন্ডুতে একটা কোশ্চেন আইলো ।

আইচ্চা ঐ বয়স্ক রিকশাওয়ালার কি ধ্ব* ভ* রোগ আচে? সব রিশকাওয়ালা, সিএনজি ওয়ালার কি ধ্ব* ভ* রোগ আচে? না থাকলে কেমরে তারা মাইয়া যাত্রী নেয় ? কাম-এ অস্থির অইয়াইতো এসসিডেন্ট করনের কতা । বার বার পত্রিকায় দেকা যাইতো এ সব পেশার লোকজন মাইয়াগো হেনেস্তা করছে ।



চহপাঠি মেয়েদের লইয়া যে কিশোরগুলান ঘুরতাছে ঐগুলার কি ধ্ব* ভ* রোগ আচে? কোনটারেতো কু চোখে লগের গুলানের দিকে তাকাইতে দেখলাম না । তাইলে?



কতা কইলেই কতা বাড়বো । এ যে পুলা মাইয়াগুলা পড়ালেখা করে একত্রে ঐ পুলা গুলানের কি ধ্ব* ভ* রোগ আচে? না অইলেতো মাস্টার এবং ছাত্র মিল্লা ক্লাস রুমের তেতুল দেইখা লালা ফালাইতো ।



হাসপাতালে ডাক্তরের লালা দ্বারা রোগী,নার্স ভিজ্জা যাইতো । কিন্তু. . .

তাইলে তো দেখা যাইতেছে বাংলাদেশের সব গুলা পুলারই ধ্ব* ভ* রোগ আচে । যত তাই অয় তাইলে জন সংখ্যা বাড়লো কেমতে ?



অবিশ্য সব খানেই , মানুষ কিংবা এনিমেল আই মিন পশু পাখিরে ভিত্তেও বদ আচে । মাইনষেরে যেতু স্রষ্টা জ্ঞান বুদ্ধি দিছে তাই ঐ খুবই কম চংখ্যক বদগুলার বাংগী ফাটানোর লাইগ্গা জ্ঞাণ দিয়া আইন জারি করচে । ঐ বদগুলারও কুত্তার মত লালা ঝরে যদিও তারা ধ্ব* ভ* রোগী না ।

যাই হোক শফি হুজুর সাব আপনের জিগাই সালাউদ্দিন কাদের চৌধুরী সাবেরতো বেডা দেইখাও লালা ঝরে , তাইলে তিনি কি ডবল বেডা? আর উপরে যাগো কতা কইলাম তারা বেবাকতেই ধ্ব* ভ* রোগী?



একচন একচন-ডাইরেট একচন

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০০

বর্ণান্ধ বলেছেন: কতা খ্রাপ কন্নাই।

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

জহিরুলহকবাপি বলেছেন: একচন একচন-ডাইরেট একচন

২| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৬

আলাপচারী বলেছেন: আমি তেতুল শফি, খারান আইতাছি। ভোটে খারাইতাছি। বেক্কল পাবলিক গো ভোটে জিততাছি। আরো আরো ডায়লগ বাকিই আছে। হুনবেন তহন।
একচন একচন, ডাইরেক্ট একচন।

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

জহিরুলহকবাপি বলেছেন: একচন একচন-ডাইরেট একচন

৩| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

জহিরুলহকবাপি বলেছেন: একচন একচন-ডাইরেট একচন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.