নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধা হায়ধার আলী । আমরা কি নির্ল্লজ

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

তিনি অস্ত্র চালাতে জানতেন না । রাজনিতীও বুঝতেন না তেমন । কিন্তু ১১ এপ্রিল ১৯৭১ যখন পাকি ও রাজাকাররা হার্ডিজ ব্যীজ ভাঙ্গতে আসেন তখন তিনি একদিনের ট্রেনিয় নিয়ে ব্যীজ রক্ষা কমিটিতে যোগ দেন । সেখানথেকে শিকার পুরে ট্রেনিং নেন ২ সপ্তাহ ।আবার শিকারপযুর থেকে মালদোয়া একমাস ট্রেনিং নেন । এডভান্স ট্রেনিং । এরপর শিশিগুড়ির মেজর চক্র্র্র্রবর্তীর কাছে ট্রেনিং পান আরও একমাস । এর ভিথর চলে ছোট খাটো অপরেশন ।



যুদ্ধ তিনি ঠিকই জয় করেছেন । কিন্তু পেট যুদ্ধ, চিকিৎসা যুদ্ধ পার করতে পারছেন না । না বাড়ীতে পাট খড়ি দিয়ে বানানো ঘরে থাকেন । বড় ছেলে ওতার বৌ দুই সন্তান রেখে মারা যান । তার তুই নাতিই মেধধী । মেঝ ছেলে আত্নহত্যা করে দু বছর আগে । ছোট ছেরে পাবনা এডওয়ার্ডেল পদার্থ বিজ্ঞানের ছাত্র । কিন্তু নিয়মতি ক্লাশ করা হয় না টাকার অভারে ।



মুক্তিযুদ্ধা হয়দার আলীর সংষার জলে না সরকারী ভাতায় । প্যারালাইজড মাকে রাখতে হয় বারান্দায় কারণ ঘরে জয়গা নেই । বৃষ্টির সময় ঘরে পানি থৈ থৈ করে । জোছনায়ও । তিনি লঝ্জায় বলতে চাননি তার কুলিগিরির কথা । তাও বয়স বেশি এবং ছোট শহর বলে কাজও পাওয়া যায়না তেমন । ছোট ছেলেও বাবার সাথে কুলি কাজ করে সাঝে সাঝে পড়া রেখার ফাকে ফাকে ।



আমরা কি পারিনা এ বীল যোদ্ধার কাছে আমদের যত ঋণ তা শোধ করার একটু চেষ্টা করার ?

এক প্যাকেট সিগারেট, বান্ধবী সাথে কেএসি , গন্টার পর ঘন্টা মোবাইলের একদিনরে বিল, একটা লিপিস্টিকের মূল্য ইত্যাদিতে একবার সংযত হয়ে নিবেন নাকি একজন মুক্তিযুদ্ধার কাছে ঋণ শোধের একটু সুযোগ ?



নিচে ব্যাংখ একাউন্ট দেওয়া হলো । ঐ একাউন্টগুলো অনেকে চিনেন । তবে একাউন্টে টাকা দিলে অভশ্যই আমার ইন বক্সে দিয়ে দিবেন ।



Irin Perven

Dhaka Bank

Acc. no. 022 320 0000017336



UCB

Acc. No. 0056 121 00072369



DBBL

Acc. No. 148 105 2140

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

আরজু পনি বলেছেন:

পোস্ট পুরোটা আবার পড়ে বানানগুলো কষ্ট করে ঠিক করে নিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.