![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বেগম জিয়া কইচেন এ দেশে গণ হত্যা চালাইছে মুক্তিবাহিনী । আমার গিট্টুটা লাগচে এখানত। বিএনপি কয় জিয়া সাব স্বাধীনতার ঘোষক (যদিও স্বাধীনতা যুদ্ধ ২৫ মার্চ রাতেই শুরু অইচিল । ২৬ তারিখও কয়েকজন রেডিওতে স্বাধীনতার ঘোষনা দিচিল শেখ মুজিব সাবের পক্ষে । যাই হোক ধইরা নিলাম বেবাকতেই আচলে ঢেউ টিন , খালি মেজর জিয়া আদম সন্তান ) ।
স্বাধীনতার যুদ্ধ করচিল কারা ? মুক্তিযুদ্ধারা । আর সব মুক্তিযুদ্ধা মিল্লা যে বাহিনী অইচে তা অইল মুক্তিবাহিনী । তাইলে হিচাব আই মিন বিচারটা কি দাড়ায় ?!!!! জিয়া সাব গণহত্যা করার ঘোচনা দিচিলেন কালুর ঘাট বেতার কেন্দ্র থেইক্কা । ইচ নট দ্যাট ? ঘোচনা দিয়াই জিয়া সাব থামেন নাই তিনি জেড ফোর্সে র পরধানও চিলেন । ইচ নট দ্যাট । সেই হিচাবে নিজামী, সাঈদী,গোঅ-জম -এর বদলে হত্যাকারী হিচাবে বিচার হওন উচিত জিয়া সাবের । অবশ্য হেই মিয়া কর্ণেল তাহের সাবের খুনি হিসাবে কোর্ট থেইক্কাই পদবী পাইচেন ।
মুক্তিযুদ্ধারা গণহত্যা চালাইচে । আবার কন আপনেরাই মুক্তিযুদ্ধের ঘোচক! কেমতে কি?
বিএনপি যারা করেন তারা কি একটু বুঝাইয়া দিতে পারেন, ছুটাইয়া দিতে পারেন এ গিট্টুটা ?
একচন একচন - ডাইরেট একচন
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮
এই আমি সেই আমি বলেছেন: সঙ্গদোষে বানরে সঙ্গীত গায় , শিলা ভাসে জলে ।
আমার কিছু জামাত করে এমন কিছু লোকের সাথে জানা শোনা আছে । তারা মুক্তিযুদ্বের ব্যাপারে তাদের মনগড়া কথা বারতা বলে । এই যেমন ওরা হিন্দু স্থানের বিরোধিতা করার জন্য পাকিস্থানের পক্ষ নিছে । তারপর রাজাকাররা অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। ইত্যাদি ইত্যাদি । পক্ষান্তরে মুক্তিযুদ্বাদের নৃশংসতার কথা তুলে ধরে ।
খালেদা জিয়া এই সমস্ত রাজাকারদের সাথে চলতে চলতে ওদের অমৃত বচন সুধা নিজ জবানিতে বলা শুরু করেছেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
সাদা পাখি বলেছেন: মুক্তিযুদ্ধারা গণহত্যা চালাইচে । আবার কন আপনেরাই মুক্তিযুদ্ধের ঘোচক! কেমতে কি?