![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
চট্টগ্রামে ১ মেট্রিক টন বিস্ফোরক আটক ।
মির্জা ফখরুল যে কোন টাইমে বিবৃতি দিতে পারেন- এ বাকশালী সরকারের র্যাব পুলিশ আমাদের সাথে অন্যায় আচরন করছে । তারেক আব্বার জম্মদিনে বাজি ফুটিয়ে আনন্দ করার জন্য দেশবাসী যে সালফার এনেছে তা আটক করেছে । বাংলার ১৬ কোটি দেশপ্রেমিক জনতা ঐ সালফার ফেরত চায়। তারা ইতিহাসের মহান নেতা (কাপা কাপা কন্ঠে), বিশ্ব নেতা, বর্তমানে অন্ধকারছন্ন পৃথিবীরে পথ প্রদর্শক জ্ঞানী শ্রেষ্ঠ, দয়ার মহাসাগর,সাগর,নদী, তারুন্যের অহংকার (৪৯ বছর বয়সে তারেক তরুন হলে ৩৪ বছর বয়সের আমি কি কিশোর) তারেক সাহেবের জম্মদিনে বাজি ফাটিয়ে উতসব করতে চায় । বিস্ফোরক ফেরত না দেওয়া পর্যন্ত জনগন হরতাল আহ্ববাণ করছে ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই আমি সেই আমি বলেছেন: ফখরুল কে বেশী বেশী ফ্রুটিকা খাওয়ানো হোক তাহলেই সে সত্য কথা বলবে । ছাত্রদলের উদ্দেশে ফখরুল বাস ভাঙলে হবে না, রাস্তায় নামতে হবে