নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র. . . . বিএনপিরে বাধ্য করছিল ওদেরকে বিএনপির বা তার অংগ সংগঠনের নেতা বানানোর জন্য ।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

ভিডিও ক্যামেরা নিয়া সাংবাদিক সেজে বেগম জিয়ার কাবাব সরবরাহ করার সময় তেজগাও-এ ছাত্রদল নেতারা গ্রেপতার বোমা মারার ভিডিও ফুটেজ সহ।

বগুড়ায় রেল লাইন উপড়ে ফেলার যন্ত্রপাতি সহ যুবদল নেতা গ্রেপতার ।

চোখা মিয়া রাজাকারের পুত্র মির্জা ফখরুল বলেছেন - এ গুলা আওয়ামী লীগের কাজ । হলেও হতে পারে ।বাকশালী আওয়ামী লীগ বিএনপিরে নিশ্চয় বাধ্য করছিল ওদেরকে বিএনপির বা তার অংগ সংগঠনের নেতা বানানোর জন্য ।



মানবতাবাদীরা আপনারাও কি মির্জা ফখরুলের মত হাগুখানায়?

ড. কামাল হোসেন কই? আহারে বাংলাদেশের সংবিধান রচনা করেও তিনি কখনও সংসদে বসতে পারেন নাই । ২৩ পোড়া এবং শতাধিক অর্ধ পোড়া কুলাঙ্গার নিয়ে কোন কথা নাই কেন হে মানবতা বাদী?

আকবর আলী খান কই? সর্ব বিষয়ে এমনকি কৃমির আচরণ কেমন হওয়া উচিত তা নিয়েও তিনি আড়াই ঘন্টা বক্তৃতা দিতে পারবেন । ২৩ পোড়া এবং শতাধিক অর্ধ পোড়া কুলাঙ্গার নিয়ে কোন কথা নাই কেন হে জ্ঞানের গুদাম?

ফরহাদ মযহার কই? ইসলামের কান্ডারী কিন্তু ইসলাম না মেনে লিভিং টুগেদার করা ফরহাদ মযহার হেফাজতেরর ৩০০০ লাশ হাতড়ে বেড়ান নয়নের জলে । হেফজতী শ্রেণী সংগ্রাম করছে, তাদের শ্রেণীর প্রতি মানবতার জলে কাদতে কাদতে চোখের তিনি শাপলা চত্বরের ফুলে পানি সরবরাহ করেছেন।২৩ পোড়া এবং শতাধিক অর্ধ পোড়া কুলাঙ্গার নিয়ে কোন কথা নাই কেন হে মানবতা বাদী । চোখের জলতো কিছু মানষের পোড়ার জ্বালুনী একটু হলেও কমতো ।

আসিফ ইকবাল কই? মানবতা, নিতীর মহান কান্ডারী আসিফ ইকবাল সাহেব মানবতা নিতীর প্রতীক হিসাবে মনে করেন নিজেকে ।

২৩ পোড়া এবং শতাধিক অর্ধ পোড়া কুলাঙ্গার নিয়ে কোন কথা নাই কেন হে গুনী । নাকি ব্যাস্ত আবার বিয়া করার মেয়ে খোজায় ।

পিয়াস করিম কই? বিশাল জ্ঞানী বিশ্বজিৎ নিয়া মহান মানবতা বাদী তিনি আমাদের অনুপ্রাণিত করেন মানবতায় । ২৩ পোড়া এবং শতাধিক অর্ধ পোড়া কুলাঙ্গার নিয়ে কোন কথা নাই কেন হে মানবতাবাদী । নাকি ব্যাস্ত টাকা গুনার জন্য মূখের থুতু বাড়ানোর জন?



আপনার কুক দেন মহাশয় । না হইলেতো লেঞ্জা বের হয়ে যাবে ।

কুক দেন কুক- ক্কুক্কুরুত কুক ।



এতচান একচান ডাইরেট একচন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু মানুষ মারার পর বিম্পি ও ছাগুরা এরকমই বলে থাকে।
বলে ....

২১ সে আগষ্ট গ্রেনেড হামলা আমরা করি নাই - আম্লিগের সাজানো

বিডিআরের হত্যা সাজানো .. সরকার করিয়েছে।

৭১ এ বুদ্ধিজিবী হত্যা সাজানো .. ভারতের সাহায্যে .. মুক্তিযোদ্ধারাই করেছে

মালালার ঘটনা সাজানো ....

লাদেন হত্যাও সাজানো ...

লাদেন নিজেই একজন সাজানো

৯-১১ র ঘটনাও আমরিকানদের সাজানো ....

বাসে আগুন দিয়ে মানুষ হত্যা আম্লিগের সাজানো ..


সুধু সায়েদির চান্দে যাওয়ার ঘটনা সত্য!

আমরা কিছুই করিনা .. আমরা সম্পুর্ন ধোয়া তুলসি পাতা!

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

জহিরুলহকবাপি বলেছেন: এতচান একচান ডাইরেট একচন ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

কলাবাগান১ বলেছেন: সুধু সায়েদির চান্দে যাওয়ার ঘটনা সত্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.