নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

বিশেষ বিজ্ঞাপন !!!! [ পড়তে হবে, না পড়লে. . . . ]

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

একুশের বই মেলায় আমার উপন্যাস “ঈস্রাফীলের শিঙ্গা বাজছে” বের হয়েছে! ( উমহ দুনিয়া উদ্ধার হইছে!) ।

ভাই সব ভাই সব বই কিনে কেউ দেউলিয়া হয় না ( আমি যত দূর জানি ধনী মানুষ খুব একটা বই কিনে না । দেউলিয়ারাই বই পত্র কিনে । নতুন করে বাড়তি খরচ করলে দেউলিয়া না আউলা হইয়া যাইতে পারেন । সো সাবধান । )

বই পড়িলে হইবেন জ্ঞানী ( সব বই না কিন্তু । কিছু কিছু বই কেনার পর মনে হইছে আগে যেয়ে দোকানদারকে মারি, তাারপর প্রকাশককে আর লিখক/কবিকে যেয়ে বলি - মাইনষের লগে এমন বাইছলামি করেন কিল্লাই ? এটাকি কবিতা না শাড়ীর বিজ্ঞাপন ? এইটা কি ইতিহাস না কি ঘুমে যা স্বপ্ন দেখছেন তাই লিখে বই বাইর করছেন? এইবার আপনারই কন জ্ঞানী মানুষ কি রাগ করে? অন্যরে মারতে চায় । সো বুঝছেন তো আমি জ্ঞানী হই নাই, সব বই জ্ঞানী করেনা । )

বইটা পাওয়া যাবে ৬৯-৭০ নং দোকানে, নবরাগ প্রকাশনীতে । বইটার প্রচ্ছদ আকছে চারু পিন্টু সাহেব । অতি চমৎকার, সময়পযোগী, গল্পপযোগী, অভূত পূর্ব প্রচ্ছদ । ( সবাই কিন্তু একই কথা বলে ।



বিজ্ঞাপন শেষ ।

ওহ শেষ একটা কথা বইটা এর ভিতর কয়েক কপি বিক্রি হয়েছে । যারা কিনেছেন তাদের বলছি (যদি আমার ফেবুতে থাকেন) - ভালো লাগলে না জানালেও চলবে কিন্তু ভালো না লাগলে ওপেন পেইজেই সমলোচনা করতে পারেন । সমলোচনাই কিন্তু । সমলোচনা বুঝছেনতো ?!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

পথহারা নাবিক বলেছেন: ভাই দাম কতো!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

জহিরুলহকবাপি বলেছেন: 115.00 tk.....

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৭

জহিরুলহকবাপি বলেছেন: thnx..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.