![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স শিশুদের অতি আদর করতেন । নিজের মায়ের জন্য তার ছিল অসীম ভালবাসা!
মহানবী কি সমর্থণ করতেন যদি কোন শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হতো?!!!
মহানবী কি পছন্দ করতেন যদি কোন শিশুকে বিপদ জনক কাজে পাঠানো হতো?!!
মহানবী কি পছন্দ করতেন অবৈধ কিছু ?!!!
শুধূ মুসলমান নয় যে কোন ধর্মালম্বী এর উত্তর দিবেন “না” ।
সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশে শিশুদের পাচার করা হয় আরব শেখদের বিনোদনের জন্য । এ সব শিশুকে পাচার করা হয় ভারত, বাংলাদেশ ও এশিয়ার উন্নয়ণশীল কিছু দেশ থেকে । তারা অনেকে চির দিনের জন্য হারায় নিজ পরিবার, হয়ে উঠে কৃতদাস ।
আরবরা শিশুদের কিনে নিয়ে এদের উটের জকি বানায় । যা খুবই ঝুকি পূর্ণ ! অনেক সময় এ সব শিশুরা আরব শেখদের দ্বারা যৌণ নির্যতনের শিকারও হচ্ছে ।
এ সব শিশুদের জকি হিসাবে ব্যাবহার করা হয় জন সম্মূখে । সৌদি আরবে বাংলাদেশীদের শিরচ্ছেদ করলে আইনের দোহাই দিয়ে অনেকে খুশি হন । আইন কঠিন ও কার্যকর বলে অনেকে সৌদি আরবের পক্ষে কথা বলতে বলতে মূখে ফেনা তুলে ফেলছেন । তা ভাইয়েরা সৈৗদি আরবের ঐ আইন কই? শিশুদের কিনে নিয়ে ঐ শেখরাই জকি বানায় । তখন ঐ আইন থাকে কই? নাকি এমন দেশই ঐটা এখন যেখানে শিশু চুরি, তাদের মৃত্যু মূখে ঠেলে দেওয়া, যৌ নির্যাতন করা অপরাধ নয় ?
ভিডিওটি দেখুন - Click This Link
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
হাসিব০৭ বলেছেন: বর্তমানের সৌদি শাসকরাই মুসলমান ধ্বংসের জন্য দায়ী। এদের নিজের জন্য এক আইন এবং প্রজার জন্য আরেক আইন
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫
করিম কাকা বলেছেন: কিছু কমু না। যদি কিছু হয় !
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭
হিংস্র ঈগল বলেছেন: আরে ভাইজান কোথায় কি পোস্ট করেন। এটাত সামু। এখানে এইসব কথা বললে নগদে "নাস্তিক" উপাধিতে ভূষিত হবেন।
আর আরব দেশ তো আল্লাহ রাসুলের দেশ।
আরবরা নবী রাসুলদের বংশধর। তাদের বিরুদ্ধে কিছু বললে তো আপনার গুনাহ হবে।
জৈনেক হুজুরের বয়ান।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩
হেডস্যার বলেছেন:
তো আর ঘরে বইসা থাইকা কাম কি ?
চলেন ঢাল তলোয়ার নিয়া সৌদি আক্রমন করি।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪
শাহ আজিজ বলেছেন: ভাই , চাইপা যান । খোদ মুহাম্মাদ পালিত মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছেন ।
অন্যান্য বিষয়ে সহমত । বরং দাসবৃত্তি ভয়াবহ আকারে পৌঁছেছে । আরব মানেই নোংরা সারমেয় !!