নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

জর্দা বিবির পালা -বাংলাদেশে অপিবত্র তোরা, যা পাকিস্তান ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

কে কে আছো ভাই বন্ধুরা

নিয়া আইসো জর্দা পাণ

মরতে মরতে শুনি যেন

বাংলার বাতাসের গান ...

পান চিবাই আর জর্দা খাই

এদিক সেদিক দেখি

ঘুমে জাগরণে, বাংলারে আকি ।

আমি জর্দা বেগম, মারি খড়ম

উল্টা পাল্টা পাইলে

কিসের আবার ভদ্রতা

বাংলা ভালা না থাকলে?



হায় হায়, হায়, হায় হায়

চোখ একি দেখায়?

পাকি- বাংলাদেশের খেলার দিন

কিছু বাঙ্গাল পাকি খুশিতে লাফায়!



ওরে কুলাঙ্গার লজ্জাহীন তুই কার পোলা

ধর্ষকেরে সার্পোট কইরা, তোলস তোর গলা

চোর সাক্ষী গাট কাটা একি তোর জানা?

৭১এর মায়ের ধর্ষকরে উৎসাহ দেস

তোর জম্ম তো অজানা!

হাতে ভিতর “মেরি মি” তুই কি নারী

পাকিরা খুলছিস জননীদের শাড়ী

তুই ভুইল্লা গেছস?

তুই ভুইল্লা গেছস, উত্তেজিত হইছস

ছক্ষু লজ্জাও নাই

বাংলাদেশ বইল্লাই তুই, আছিস সদাই ।

নারী হইয়া ধর্ষকেরে দেও উদ্দীপনা

এ দেশ ছাইড়া, মাংতা তোরা পাকিস্তান জানা।

পাকিস্তান যাবি পাঠান পাবি

কত চমৎকার জওয়ান

মানুষ আর থাকবিনা ফাউল

বাংলাদেশে অপিবত্র তোরা, যা পাকিস্তান ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯

ক্লান্ত তীর্থ বলেছেন: আহ...গেয়ে যদি এদের শোনাতে পারতাম!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.