![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
নিজের দিকে বিবেচনা কইরা “পহেলা বৈশাখে” আর একটা অন্যায় কইরেন না , মূর্খতা কইরেন না পিলিজ ।
পহেলা বৈশাখে বাঙ্গালীর ঐতিহ্য---
- বিভিন্ন দেশীয় ফল খাওয়া । আজও গ্রামে, মফস্বলে, এমনকি মেট্রোপলিটন শহরের অনেকে এটা পালন করেন ।
- দুপুরের দিকে সাধ্যনুযায়ী ভালো খাবার খাওয়ন ।
- সারাদিন মিষ্টি,বাতাসা,কদমা, নাড়ু চলে ।
- শুভ হাল খাতা পালন হয় অনেক পেলেসে আই মিন জায়গায় । সেই সব জায়গায় আপ্যায়ন হয় নাড়ু, সন্দেশ,বাতাসা মেল কিচু দিয়া ।
আপনার মাথায় কি একবারের লাইগ্গাও আয়ে না যা পান্তা ইলিশ আমাগো জাতীয় ঐতিহ্য গত খাওন না । যদি কইতেন পান্তা ভর্তা তাও মাইন্না লইতাম । বাংলাদেশের চাষীরা গেরামের মানুষেরা বেশীর ভাগ সময় স্থানীয় মাছ খায় । ইলিশ সব সময় দামী মাছ সব জায়গায় পাওন যায় না বইল্লা । ইচ নট দ্যাট?
চাইর দিকে ইতিহাস বিকৃতির হিড়িক । গত কয় দিনের তারেক মিয়ার ইতিহাস বিকৃতির চেষ্টা দেখতেছেন তো ? হের বাদে আফনেও যদি ইতিহাস ঐতিহ্য বিকৃত করা ইসর্টাট করেন তাইলে কেমতে কি?!
আপনে কাইলা পান্তা ইলিশ খাওন মাইনে, আরেক জনকে খাইতে উৎসাহিত করা মাইনে, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খওনের কতা কওন মাইনে আপনি ইতিহাস বিকৃত করতাচেন। অল্প যতদূর হইচে আপনে হেইডারে ইস্থায়ী করতাচেন? ইতিহাসের েসিড়িতেই গইড়া উডে ঐতিহ্য । ইচ নট দ্যাট? ইচ নট দ্যাট
আর এককান তত্য দিয়া রাখি । যারা জানেন হেরাতো জানেনই -
বাংলা তিারিক ইসর্টাট অয় সূর্য ইডনের লগে লগে । রাইত বারটায় কেউ যদি কাউরে নব বর্ষের সুভেচ্ছা জানায় তাইলে কিন্তু হপো না । ইংলিশ তারিখ রাইত বারটা থেইক্কা । আর আরবি তারিক ইইনজা বেলা থেইক্কা ।
একচন একচন - ডাইরেট একচন
©somewhere in net ltd.